মোমের পুতুল
~ ডঃ অরুণ চক্রবর্তী
দূর থেকে দ্যাখো ঝকঝকে, রমনীয়
মোমের পুতুল!
উচ্ছল, পশম নরম, খুশী সমুজ্জল
অপূর্ণ ইচছের কুঁডি,সদ্য ফোঁটা ফুল
মোমের পুতুল!
অপার্থিব ছোঁয়ায় কেমনে, কপোল হতে নাসিকা, ও
ওষ্ঠ, গ্রীবা, আঁখি, কর্ণমূল, ঈশ্বর গড়িতে হাতে; করেননি, কোন ভুল।
মোমের পুতুল!
জীবনপথে এগিয়ে, কুঁড়ি সময়ের পাপড়িতে; হলো শতদল। মনো লোভা, মোহময়ী, প্রেম দুর্বার, রইল
অপেক্ষার নীরবতায়!
নির্ধারিত বর্ষার সেই সন্ধ্যায়, প্রথম দেখা অকস্মাৎ, ভালোবাসার জোয়ারে, সম্মতির সানন্দে, অচেনা পাওয়ায়,ছাপিয়ে গেল হৃদয় দু কূল!
মোমের পুতুল!
বাস্তবের সাহারায়, রুক্ষ মরুর তপ্ত হাওয়ায়, মানুষ বোঝে, প্রতিদিন,
বলা না বলার, পাওয়া না পাওয়ার,
ভগ্নাংশের অঙ্ক, মেলে না কখনো;
ঘটমান বর্তমান, ভবিষৎ করে আকূল, সময়ের অজান্তেই, আশা, হতাশায়, প্রতিক্ষণ, গলতে থাকে,
মোমের পুতুল!
তবু, আকাশ শেখাত, বাতাস বোঝাত, একই সত্য! জীবন অবধ্য;
জড়িত রহে ,মুক্ত মোহে, ঐশ্বয্য অতুল, চেতনায় সন্তুষ্ট প্রতুল!
কুহক মায়া মাত্র নয়;
মোমের পুতুল।।