হলুদ পাখি
~ অনাদি মুখার্জি
আজকের কলম তুই হয়ে যা হলুদ পাখি ,
উড়ে গিয়ে দেশ দুনিয়ার খবর আন দেখি !
ইয়াসের ঝড়ে কার কার বাড়ি গেল উড়ে?
আশ্রয় হীন কত মানুষ হলো এতে ?
সুন্দরবনের অবস্থা খবর নিয়ে আনবি সাথে !
মারণ ভাইরাসের কত জনের জীবন গেল ,
লকডাউনের ফলে কত মানুষের কাজ হারালো !
তুই যে আমার হলুদ পাখি যা না উড়ে যা ,
তাদের পাশে থেকে তাদের অভাব শুনবি যা !
কার ঘরের চড়ছে না ভাতের হাঁড়ি,
কোন মানুষের উড়লো চালা জ্বলছে না আলো বাতি !
তাদের পাশে থাকতে চাইছে আমার মন ,
এই কথাটা ভাবছি আমি সারাক্ষন !
যতটা পারছে করছে সাহায্য অনেক মানুষ জন ,
ইয়াসের ঝড়ে হারিয়ে গেছে কত আপনজন !