ইয়াসের ঝড়ে
~ অনাদি মুখার্জি
কোথা থেকে এল এই ইয়াসের ঝড়,
লন্ডভন্ড করে দেয় সব কিছু আমাদের মন !
এই ইয়াসের ঝড়ের দাপটে কি হবে কে জানে,
এই ঝড়ের ফলে পাখিরা ভয়ে উড়বে প্রাণপনে,
হার মেনে তারাও যে আছাড় খেয়ে পড়বে !
ধুমড়ে মুচড়ে পড়ে যাবে কত গাছের ডাল পালা,
চারিদিকে ভরে উঠবে কত নদী নালা !
হুঙ্কার দিয়ে সাথে নিয়ে আসবে এই হাওয়া,
ঘরবাড়ি সব কিছুই উড়ে যাবে তার ধাক্কায় !
হাওয়ায় বিষম ধাক্কা লাগে আমার ক্ষনে ক্ষনে,
চরম বিপদ কাটবে কখোন ভাবছি শুধু মনে মনে !