সমুদ্রের ঢেউ
~ মুজি বর রহমান মল্লিক
সমুদ্রের কল্লোলিত রূপ দেখিলাম আঁখিপটে,
অবিরাম উদ্বেলিত ঢেউ লাগে সমুদ্রতটে।
কে জানে ?কোথা থেকে আসে ঢেউয়ের বাহার,
দূর দূরান্ত থেকে আসিতেছে উচ্ছ্বসিত জলের পাহাড়।
অশান্ত সমুদ্রের জল আসিতেছে তীব্র বেগে,
জলস্ফীতি হল কোন কারনে?
বাতাস যদি নিয়ে আসে ত্বরাণ্বিত রূপ,
বিরুদ্ধ মুখী বাতাসে হইবে কি বিরূপ।
শান্ত হইবে কি হে মহাসমুদ্র,
অশান্ত রূপ কি তোমার জন্ম সূত্রে।
হে ভগবান একি তোমার সৃষ্টি,
সৃষ্টি শুধু বলিলে হইবে মোর ভুল,
সৃষ্টির সাথে রয়েছে এ তোমার মহান কৃষ্টি।