চিলেকোঠা
~ তৃণা মুখার্জী
অনন্য,অনন্ত ,দিগন্তের পথিক চিলেকোঠার সেপাই।
লাঠির শব্দ শোনা যায়,গলা নয়।
উচ্চ রক্তচাপের ওষুধ লাঠির ওই ঠক ঠক আওয়াজ।
গোপনে , যত্ন করে রাখা কথাগুলি চিলেকোঠার কোটরে তুলে রেখেছে ।
মাঝে মধ্যে মানুষের সুযোগ্য চেষ্টা, প্রকৃতির অবুঝ মস্করা তার সহ্যের খাতার প্রতিটা পাতায়।
কি বৃহৎ একটা সত্যি।
আপন ভাবা চিলেকোঠায় চিল নেই।
পড়ে দেখুন না একবার,সেটি তো অনেক বড়ো বুকের পদ্য নয়।
একখানা ছোট্ট চিলেকোঠা।
নিবুঝ রাতে কোনো অজানা পাখির হঠাৎ চিৎকারের মতন,
কিংবা ভাষণের কেন্দ্রবিন্দু হতে দূরে চলে যাওয়া কোনো আসল সত্যি।
অথবা দিগন্তের কোনো এক অতৃপ্ত পথিকের প্রহর গোনা .............
'চিলেকোঠা'।