দুঃসময়
হাওয়ার জন্য হাওয়া বদল
মনের জন্য নেশা,
তপ্ত সময় চোখ মেলেছে
পায়'না কোন দিশা ।
জোছনা রাতে কালের ছায়া
মনের ঘরে চুরি,
নব'জন্ম কাঁদছে বসে
এ কেমন সমাজ গড়ি !
হাতে হাতে হাত বদল
মায়ার বাঁধন ছিঁড়ে,
হারিয়ে যেতে ইচ্ছে করে
মেলা লোকের ভিড়ে ।
লাল গোলাপের পাপড়ি তুলে
ঘৃণা দিলাম লিখে,
শিকড় গেড়ে করছে শাসন
দুঃস্বপ্ন চোখে ।
বিশ্বাসের আজ অকাল প্রয়ান
ভরসা অনেক দূর,
কালো ছায়া করছে শাসন
তীক্ষ্ণ তার খুর ।
জগৎ জুড়ে উতাল হাওয়া
লাগছে তার ঢেউ,
বন্য সমাজ এলো'কি ফিরে
ভাবছো বসে কেউ?
ভাবতে বসলে শিহরে ওঠে
আপদ হতে মস্তক,
সমাজ নয় কসাইখানা
যেন দুঃস্বপ্নের পুস্তক ।
চুল'কে সমাজ ক্ষত করে
মানুষ রূপে মানুষ,
বিশ্লেষণে অসাড় আশা
মানবিকতায় বিষ ।
স্বপ্ন নয় ,স্বপ্ন দোষ
বজ্রের বর্জ্য আঁকি,
কলম নিবে অন্তর্ঘাত
প্রতিবাদ লিখি ।
_________
Tags:
Kobita/কবিতা
