এ ভালবাসা বিশ্বজনীন ~ শুভ্রা ভট্টাচার্য | e bhalobasha viswajanin (Bangla Kobita) ~ Subhra Bhattacharya

এ ভালবাসা বিশ্বজনীন

- শুভ্রা ভট্টাচার্য      

পরাণের অনুভবে ভালবাসার দুটি সত্তা
একটি নিজস্ব সুখ শান্তি স্বার্থ সমন্বিতা,
সেখানে আছে শুধুই আমিত্বের মগ্নতা
পাওয়ার আকাঙ্ক্ষা,নইলে জীবন বৃথা!

অন্যটি বৃহত্তর নিঃস্বার্থ ও জাগতিক
নেই সেথা আমিত্বের অস্তিত্ব বাস্তবিক,
সুখ দুঃখের সমতায় সদা সরলরৈখিক
চেতন অবচেতনে চিন্তনে মননে ঐশ্বরিক।

প্রথমটিতে সংকীর্ণ এক অধিকার বোধ
অন্যরে করে দাবি, সুবুদ্ধিরে করে রোধ,
পরনির্ভরতায় দুখের জীবনে বাড়ায় ক্রোধ
হিংসাপরায়ণতায় প্রাণহানিকর প্রতিশোধ।

কিন্তু দ্বিতীয়টির নিজস্ব অবাধ স্বাধীনতা
প্রাণমন আলোকিত করার আশ্চর্য ক্ষমতা
নিরুদ্বেগ আনন্দঘন স্বর্গীয় জীবন-মসৃণতা
বাহ্যিক আড়ম্বরহীন সুখ শান্তির চলমানতা।

এ ভালোবাসা স্বাধীন ডানায় ওড়ে
সাধ্যি নেই কারো বাঁধবে তারে ঘরে,
চিরকালীন তাই শত বাধাতেও ফেরে
অতি যতনে লালিত সুখের নীড়টি গড়ে।

এমন ভালোবাসারই নাম বিশ্বজনীন 
মুক্ত বিহঙ্গের মতো ঔদার্যে স্বাধীন,
ত্যাগের আলোর দ্যুতিতে উদ্ভাসিন 
অন্তর আত্মা মাঝে রয় চিরবিলীন।।

🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন