ফুলের সংগ্রাম ~ আঁখি রায় |Phuler Songram ( bangla kobita) ~ Ankhi Roy

ফুলের সংগ্রাম

- আঁখি রায় 

ফুল ঈশ্বরের দান,
বৃক্ষ মাতার পরাণ,
নতুন বৃক্ষ সৃষ্টি করে,
এমনই আত্মবলিদান ।
কত ফুল ঝরে যায়,
পরে না দেবীর পায়ে,
মানুষ ফুল নষ্ট করে,
সখের চাহিদায় ।
সুগন্ধি ফুলের আকর্ষণ,
দুষ্ট কীটের আগমন,
ক্ষত করে তাকে,
আবার মালি করে যতন।
ফুলের স্থান দেবতার পদে,
নয় তা মানুষের হস্তে, 
করো না কোল খালি,
রেখো তারে বৃক্ষে ৷


🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন