বসন্তেরর নেশার খেলা লেখক ~ শংকর হালদার | Bosonter nesar khela ~ Sankar Haldar

বসন্তেরর নেশার খেলা

~ শংকর হালদার 



বসন্তের উৎসব হোলি দোল মানেই বর্তমান প্রজন্মের ছেলে-মেয়ে,বুড়ো-বুড়ি আনন্দ 
বিনোদনের অনুষ্ঠান।

সঙ্গে যদি থাকে মদিরা, নিজেকে রাজা মনে করে।

দোলের রং খেলার বাহানা করে,
সমাজের মাঝে চলে অবৈধ যৌনাচার।

মদ পান করে চলে নানা রকম অসামাজিক কাজ।

মদের নেশায় মাতাল হয়ে-থাকে না মা-বোন জ্ঞান,
নিজের বৌকে দিয়ে দেয়-অন্যের কাছে।

ভারতের বিভিন্ন রাজ্যে গুলোতে দেখা যায় ,
ভাংগ ঘোটা খেয়ে নন্দ ঘোষ নাচে রে।

ধর্মীয়  দিক থেকে দেখা যায়-
দোল উৎসব পালন করার জন্য,
নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে শরবত বানিয়ে
খাওয়ার প্রচলন-যা আজও বিরাজমান,
উপমহাদেশের বিভিন্ন দেশে-দেশের রাজ্যে গুলোতে।

নেশাদ্রব্য মদ গাজা ভাংগ বেঁচে থাকো,
নেশাগ্রস্ত মানুষের মাঝে দীর্ঘকাল ধরে ।

দেশের মানুষের কল্যাণ না হলেও,
দেশের শাসক রাজনৈতিক দলের ও
দেশের অর্থ ভান্ডার পূর্ণ হয়ে থাকবে।

সকল ধর্মীয় সভ্য সমাজের মানুষের কাছে,
হোলি-দোল রং খেলা নেশার উৎসব হয়ে উঠেছে।


🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন