হাতটা আরো একবার ছুয়ে দেখো - ফাল্গুনী মুখোপাধ্যায় | Hath ta aaro ekbar chhuye dekho (bangla kobita) ~ Falguni Mukhopadhyay

হাতটা আরো একবার ছুয়ে দেখো

- ফাল্গুনী মুখোপাধ্যায়

প্রিয়তম,
তোমার মনে আছে আমার হাত টা ধরে
তোমার একসাথে পায়ে পা মিলিয়ে চলার 
কথা?
 তোমার মনে আছে?
 আমাদের প্রথম বার হাতে হাত ধরার কথা?
 তোমার মনে আছে ?
 আমার আঙ্গুলের স্পর্শে তোমার সেই লাজুক চাউনি টা?
 তোমার মনে আছে?
 পুজোর ভিড়ে আমি যাতে হারিয়ে না যাই 
 তাই জন্য তোমার আমার হাতটা শক্ত করে ধরে রাখা??
 আমার হাত টা তোমার বুকের মাঝে জাপটে ধরে 
 আমাকে ছেড়ে না যাবার কথা বলা?
 তোমার মনে আছে?
 আমার আঙ্গুলে তোমার আঙ্গুলের স্পর্শে আমার কম্পিত লজ্জিত মুখ খানা?

তোমার আঙ্গুলের সাথে আমার আঙ্গুলের করা সেই বোকা বোকা প্রতিজ্ঞা গুলো?
তোমার মনে পড়ে??
তোমার আর আমার হাতে হাত রেখে চলার গল্প টা না হয় তোলাই থাক।
তোমার স্মৃতি র পট থেকে সে গুলো না হয় মুছেই যাক।
 তোমার হাতটা ধরে সারাজীবন থাকার অঙ্গীকার করা?
 সব কি তুমি ভুলে গেছো?
 পারলে আরো একবার হাতটা না হয় ছুয়েই দেখো......

🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন