বৈধ প্রেম
~ শংকর হালদার
লাল পেড়ে শাড়ির ভাঁজে অকৃপণ বসন্ত
আর আনাগোনা প্রজাপতি,
দখিনা হাওয়ায় উদ্যান জুড়ে এলোচুলের পসরা
চোখের পাতায় অযাচিত মায়া,
দুই ঠোঁটে উষ্ণ মরসুমি শুভেচ্ছা ও
আবদ্ধ প্রেম ...
বরণীয় অক্ষর মেঘের গভীরে বৃষ্টির রেখা আঁকে
আর মরসুমি ফুল হয়ে ঝরে পড়ে কলম নিবে ।
শূন্যতার বুক পাতে বৈধ প্রেম ...
মেঘের ক্যানভাসে ফেলে আসা কিছু মুহূর্ত
যেন এক এক পারিজাত,
রঙিন হয় আমার পতিত উপবন
রংয়ের স্থায়িত্ব লাভ পাপড়ির গায়
পাপড়ির লটকানো ভালোবাসা ভূমির উপর ।
_____________
Tags:
Anu Kobita/অনুকবিতা