বন্ধু
— আলাপন সামন্ত
আজ হয়তো যোগাযোগটা আর তেমন নেই,
অনেক টা দূরে চলে গেছি আমরা সবাই।
জলে পচা সেই পাটের দড়ি টার মত,
আলগা হয়ে আসছে আমাদের বন্ধন যত।
তোদের দেওয়া নামগুলো আর কেউ বলে না,
আমাকে বুঝি আর তোদের মনে পড়ে না।
সেদিন যখন এসেছিলাম আমি চলে,
' মনে রাখিস আমায় ' এই বলে;
জানিস সেদিন এসেছিল আমার সাথে,
সেই ডাইরী খানা, তোদের হস্তাক্ষর ছিল যাতে।
মনে কি পড়ে সেই সব স্যারের কথা?
জানি মনে পড়ে ; হয় খুব ব্যথা।
মনে পড়ে দিলীপ স্যারের ঘুরে দাঁড়ানোর কথা?
জানি ভুলিস নি সেসব কথা।
আজ বন্ধু,তোদের সাথে আমি,
মিলবার তোর কবিতার জল বুনি।।
❤️❤️❤️❤️🔥
উত্তরমুছুনBapok 😘😘😘
উত্তরমুছুনVai puro chumu hoeache😘❤🖤
উত্তরমুছুনFriendship has explained beautifully... excellent one..❤️❤️
উত্তরমুছুনLot of love and affection for you....😘😘
খুব সুন্দর লেখাটা। প্রত্যেকটি শব্দ মন ছুয়ে যায়।😊
উত্তরমুছুনApurbo,Ami abibhuto
উত্তরমুছুনKhub sundar 👌👌
উত্তরমুছুন