বন্ধু — আলাপন সামন্ত | Bondhu - Alapan Samanta

বন্ধু

  — আলাপন সামন্ত


আজ হয়তো যোগাযোগটা আর তেমন নেই,
অনেক টা দূরে চলে গেছি আমরা সবাই।
জলে পচা সেই পাটের দড়ি টার মত,
আলগা হয়ে আসছে আমাদের বন্ধন যত।
তোদের দেওয়া নামগুলো আর কেউ বলে না,
আমাকে বুঝি আর তোদের মনে পড়ে না।
সেদিন যখন এসেছিলাম আমি চলে,
' মনে রাখিস আমায় ' এই বলে;
জানিস সেদিন এসেছিল আমার সাথে,
সেই ডাইরী খানা, তোদের হস্তাক্ষর ছিল যাতে।
মনে কি পড়ে সেই সব স্যারের কথা?
জানি মনে পড়ে ; হয় খুব ব্যথা।
মনে পড়ে দিলীপ স্যারের ঘুরে দাঁড়ানোর কথা?
জানি ভুলিস নি সেসব কথা।
আজ বন্ধু,তোদের সাথে আমি,
মিলবার তোর কবিতার জল বুনি।।

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

7 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন