খুঁজে না পাওয়া ~ তৃণা মুখার্জী | khuje na pawa ~ Trina Mukherjee

খুঁজে না পাওয়া

~ তৃণা মুখার্জী

কোনো এক অগোছালো সকালে ঘুম ভাঙার পর, 
হঠাৎ কোনো নিয়ম না মানা মনটা 
বেজে উঠল ঘড়ির মতন।
চোখে, মুখে, কপালে,গালে 
কোনো অংশ বাদ পড়েনি আপন নির্জন ভাবনায়।
দিন‌ দিন বড্ড বেশি কঠিন আবরণে 
মুড়ে ফেলছি নিজেকে।
অনেক কথা, অনেক বড়ো স্থানে জানাব ভেবেছি।
খুঁজে পাইনি শব্দের মিথ্যার আশ্রয়।
খুঁজে পাইনি, বলে লাভ হবে কি? 
এই জিজ্ঞাসা করা মনটাকে।
খুঁজে পাইনি আপন সত্তার বড়ো একটা বুককে।
নীরবে নিভৃতে দাঁড়িয়ে খুঁজে না পাওয়া জিনিসটাকে 
অনেক খোঁজাখুঁজি করেছি।
তবু...........
 খুঁজে পাইনি।
------------------------------------------------------------

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন