প্রেক্ষাপট ~ আরিফ দফাদার | Prekhapot [bangla kobita] `~ by Arif Dafadar

প্রেক্ষাপট

                             ~ আরিফ দফাদার

কালের ধারায় দিন ফুরিয়ে রাত নামে প্রকৃতির দ্বারে,
মাঝে মধ্যেই স্মরণে আসে একটি রাত কাটায় তোমার সনে,
মূলত সঙ্গম নয়,
এক তারা ভরা আকাশকে শোনাতে চাই মোদের আবেগী গল্পকথন,
সমছন্দেই যেন থাকে মোদের অপলক তৃষ্ণার্ত আঁখি,
বাক্যদের নিশ্চুপ থাকার প্রবাদ দিয়ে প্রবেশ করতে চাই তোমার বির্মষ হৃদয়ে,
গহীন আঁধারে চার দেওয়ালের মাঝে থাকবে এক বিন্দু মোমের আলো,
দক্ষিণা কপাট থেকে আসবে সুভাসিত মৃদ বাতাসে আতরের সূগন্ধ,
ধুয়ে মুছে যাবে অন্তরের সকল গ্লানি ও মলিনতা,
তারই সহিত 
উন্মোচন হবে প্রণয় ইতিহাসের নব প্রেক্ষাপট।



🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন