দোল ~ রীতা বসু | Dol (bangla kobita) - by Rita Basu

দোল

~ রীতা বসু
Dole

শীতের  পাতা ঝরা  বিদায়  নিলো, 
সহসা  প্রকৃতি  হল উতলা, 
এক নতুন  সুরের মাতন এসে  দাঁড়ালো, 
বছরের সেই  অন্ত, নাম তার বসন্ত। 
নতুন  ছন্দে, নতুন  ভাবে  আমরা  হই বিভোর,
রঙের  খেলা  শুরু  হয়ে  গেলরে আমরা  রঙ খেলবো  দিন ভোর।
পরস্পরকে রঙ দিয়ে  হবে  রঙীন  মন,
দোল আর হোলিতেই মত্ত  থাকবো সারাক্ষণ। 
দোলে  প্রেমের দোলন চাঁপা হৃদয় আকাশে, 
বসন্তের  ঐ পূর্নিমার চাঁদ, সুধায় মাখা সে। 
নেই  দুঃখ  মনে, আছে  শুধু  হর্ষ, 
কারণ  এর পেছনে  আসছে শুভ নববর্ষ। 
তুমি  আছো  আমার  পাশে যতক্ষণ, 
মিলনের  আনন্দে উত্তাল  রবো ততক্ষণ। 
সবাই  ওগো  লও আমার  প্রাণের অভিনন্দন। 



🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন