এবার দোলে ~ অন্তর চন্দ্র | Ebar Dole (Bangla kobita) ~ by Antor Chandro

এবার দোলে

~ অন্তর চন্দ্র
ebar dole

এবার দোলে তোমার সনে গাইব গহনে
রা রা বলে মধুর সুরে মেতে রব ভুবনে
রাঙা পায়ের চরণ ধুলা প্রেমতরঙ্গে নাচবে যারা
আকাশ আলোয় সাজবে তারা তোমার স্নিগ্ধতায় ভরা 
রাধা- কৃষ্ণের মিলন ধারা মেতে উঠবে ধরা। 
আবির রঙে রাঙিয়ে দেবো চরণ ফেলা মাত্র
উল্লাসেতে উঠব মেতে রঙিন হবে যত্র-তত্র।।
পৃথিবীটাকে মুড়িয়ে দেবো সত্যের আলো হৃদে জ্বালো
নন্দন কাননে ফুটবে ফুল কত; এবার প্রেমানন্দে চলো।।
ঘরে ঘরে দোল এসেছে খুশির জোয়ার মনে জেগেছে 
ফাল্গুনের ওই পূর্ণিমাতে হাসছে খোকা নাচছে ধেয়ে।।
আজ ব্রজের কানু বাজায় বাঁশি রাধা রাধা সুরের বুলি
কী অপরূপ ভুবন হাসি দেখবে তোরা ভাব সাগরে ডুবি।। 
ধূসর বেলা মলিন মুছে গেল মিলন মেলা রাঙিয়ে দিয়েছিল
পূর্ণিমার ওই পূন্য ক্ষণে  রাধা-কৃষ্ণের প্রেমেরগাথা হলো ।।

🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন