অসুখ-শেষে
~ পৌলমী মুখোপাধ্যায়
পৃথিবীর অসুখ সারলে আমাদের আবার দেখা হবে
অসুখ বেশ ঘোরতর,এবার রোগ সারলে
আবার ঘাসজমি ধরে হেঁটে যাবো।
এ মন্বন্তর চলে গেলে আবার কাশফুল ফুটবে
শহর তখন নতুন রঙে সাজলে
আবার রঙীনের ভিড়ে মিশে যাবো।
সেদিন ক্যাকোফনিতেও সিমফনি বাজবে
তোমার গিটারে সেদিন"নীল রঙ" এর সুর তুললে
আমিও "ফেরারী মন" গাইবো।
Tags:
Kobita/কবিতা