অসুখ-শেষে ~ পৌলমী মুখোপাধ্যায় | Asukh Sese (bangla kobita) ~ by Poulami Mukhopadhyay

অসুখ-শেষে

~ পৌলমী মুখোপাধ্যায় 
Asukh Sese bangla kobita

পৃথিবীর অসুখ সারলে আমাদের আবার দেখা হবে
অসুখ বেশ ঘোরতর,এবার রোগ সারলে 
আবার ঘাসজমি ধরে হেঁটে যাবো।

এ মন্বন্তর চলে গেলে আবার কাশফুল ফুটবে 
শহর তখন নতুন রঙে সাজলে
আবার রঙীনের  ভিড়ে মিশে যাবো। 

সেদিন ক্যাকোফনিতেও সিমফনি বাজবে
তোমার গিটারে সেদিন"নীল রঙ" এর সুর তুললে
আমিও "ফেরারী মন" গাইবো।

🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন