পৌলমী মুখোপাধ্যায়
জন্ম :১৯৯৭ সাল
কৃষ্ণনগর গভঃ গার্লস হাইস্কুলে পড়ার পর কলকাতার বি. পি. পোদ্দার কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক। । লেখালেখি প্রথম শুরু স্কুলে পড়াকালীন । এরপর প্রথম মৌলিক গল্প "এ যথেষ্ট নয়" "সাঁঝের বেলা" পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং "রাতের রহস্য রেডিও" ইউটিউব চ্যানেলে উপস্থাপিত হয়েছে। ছোট বেলা থেকে বই পড়ার নেশা পরে লেখার অনুপ্রেরণা দিয়েছে। বর্তমানে এক বহুজাতিক কোম্পানিতে কর্মরতা।