শিবরাত্রি ~ সুজিত দে | Shiboratri (bangla kobita) ~ by Sujit Dey

শিবরাত্রি

~ সুজিত দে

চারপ্রহরে চারটিবার
করবে শিবের পূজো,
আচারবিধি নিয়মকানুন
ভালো করে বোঝো।

সারাটাদিন থাকতে হবে
উপবাসে জেনো,
মানবে যখন নিয়ম তখন
ভালোকরেই মেনো।

বেলপাতাতেই তুষ্ট যিনি
সাজেন নটরাজ
পবিত্রতা নিয়ে তাঁকে
পরাও ফুলের সাজ।


সকল কাজে সবার মাঝে
ভোলা মহেশ্বর
তিনিই হলেন জগৎপিতা
পরম ঈশ্বর।

শিরে করেন গঙ্গা ধারণ
চরণে তাঁর পৃথ্বী।
গলায় করেন সর্পধারণ
এটাই চির সত্যি।

আরাধনা পূজার্চনা
সবই যে তাঁর জন্য
তাইতো মহাদেব যে খুশি
হোন যে প্রসন্ন।।

===========================================
🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন