নদীর তীরে
এই চল না রে রাহুল নদী তে নৌকায় চড়তে । কত বছর হয়ে গেল, আমাদের বল ।
হ্যাঁ, সত্যিই তো কত বছর হয়ে গেল । তুইও তো শহরে চলে গিয়েছিল । আর এখানে গ্রামে তো অনেক কিছু বদলে গেল ।
বাড়ি থেকে নদীর দিকে যাবার পথে রাহুল করিম কে একটি মাটির বাড়ি দেখিয়ে বলল "এই বাড়ি টা তোর কি মনে আছে ।"
"হ্যাঁ ! এটা তো শিমুল চাচার বাড়ি ।" চল আবার আগের মত গিয়ে ডাকবো । শিমুল চাচা খুশি হয়ে যাবে আমাদের দেখে ।
'শিমুল চাচা, শিমুল চাচা.....' !!!
কে, কে... আছো !!
চাচা আমারা...
রাহুল আর করিম ।
চাচা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলেন ।
ও বাবা তোমারা...; অনেক বড় হয়ে গেছো যে !!
শিমুল চাচা একবারেই দুজন দুজনকে চিনে নিয়েছিলেন ।
চাচা চলুন না আমাদের সাথে আমরা নৌকায় চড়তে এসেছি ।
না, না... বাবুরা !
আমার এখন বয়স হয়েছে ।
আমি আর নৌকো চালাই না ।
তুমি বরণ আমার ছেলের সঙ্গে যাও ।
আচ্ছা ! চাচা, ঠিক আছে ।
সূর্যের আলোতে নদীর জলের রং কেসরিয়া হয়ে উঠেছিল । আমরা নদীর মাঝখানে নদীর তীরে এক নতুন দিশায় এগিয়ে চলেছিলাম ।
নদীর অন্য কিনারায় সবুজ রঙ্গের মাঝে শিমুল চাচার ছেলে গান গাইতে শুরু করলো ।
"ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা.."
এই গানের সুরে আজ মেতে উঠেছিল পুরো পরিবেশ।
🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂
🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹
💐🙏ধন্যবাদ 🙏🌼।