অনেকদিন পর / রঞ্জন সাউ | onek din por

অনেকদিন পর 

-✍️রঞ্জন সাউ

অনেক দিন পর আজ বাড়ি থেকে বাইরে বেরিয়ে মনে হলো যেনো আজ আমি আজাদ হয়ে গেলাম । এতো দিন ধরে নিজেকে গৃহবন্দি করে রাখার পর মনে হয় সব কিছুই পাল্টে গেছে ।


রাস্তায় হাঁটতে-হাঁটতে পৌঁছে গেলাম মামার চায়ের দোকানে । এখানে আর বন্ধুদের জমজমাট দেখা মিলল না । 
 
    এটি কি সেই মামার চায়ের দোকান যেখানে সারাক্ষণ শুধু বন্ধুদের আড্ডা থাকতো ? আজ পুরো দোকান খালি দেখে নিজের চোখে ওপর বিশ্বাস করতে পারছিলাম না ।

    সকাল ১০:০০ , তখন আমি মাঠে বসে একটি ছেলে কে কাঁদতে দেখলাম । ছেলেটিকে খুব চেনা চেনা লাগছিল । 
    
    উঠে ওর সামনে গেলাম । 
এ তো সূর্য !!! আমার স্কুলের বন্ধু ।

দু'জনে এক সঙ্গে কত কি না মজা করেছি ।

    সে গঙ্গা নদীর পাসে বসে নদী তে একটা ঢিল ছুড়ে প্রার্থনা করা থেকে নিয়ে ঘাটের পাশের মন্দিরের প্রসাদ চুরি করা । সব তো এক সাথে করেছি ।
   
    কিন্তু সে কাঁদছে কেন ???
ওর হঠাত এমন কী হলো । যে মাঠে বসে এই ভাবে কাঁদছে ?

    ও তো ছেলে ওকে তো কাঁদতে নেই । এটাই তো সমাজ আর বাড়ির লোকজন ওকে ছোট বেলা থেকে শীখিয়েছে ।

     কিন্তু এ ভাবে ভেঙে পড়লে কী কিছু হয় । আমি ওর কাছে গিয়ে বললাম । 

     'আমি জানি না কি তোর অন্তরে যে আগুনের ধোঁয়া চোখের জল হয়ে বেরোচ্ছে ওটা কিসের ?

    কিন্তু কাঁদলে কিছুই হয় না ? শুধু নিজে আরো কষ্ট পাবি । চল এখান থেকে আমার বাড়ি । আবার আগের মত আড্ডা হবে ।


🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন