ভ্যালেন্টাইন্স ডে
![]() |
Artist :- Farhana Maria Banu |
আমি আজ ডাইরি লিখতে বসে দেখলাম আজ ১৪ ই ফেব্রুয়ারি , ভ্যালেন্টাইন ডে....। আমি তো আজকের দিনটা ভুলেই গেছিলাম । ভালো হল যে ডাইরি লিখতে গিয়ে মনে পড়লো । আমি ডাইরি বন্ধ করে বিদিশার জন্য গিফ্ট কিনতে বাজারে গেলাম । কিন্তু বুঝতে পারছিলাম না কি ওকে কী গিফ্ট দেবো । এর আগে তো আমি কোনোদিন কাউকে গিফ্ট দিইনি । ওকে কী গিফ্ট দেবো ভাবতে-ভাবতেই সামনে একটা গিফ্ট এর দোকান দেখতে পেলাম । সে দোকানে গিফ্ট নেবার জন্য অনেক ভিড় ছিল । আমায় একটা টেডি বিয়ার পছন্দ হলো । আমি সেই টেডি বিয়ার টা কিনে গাড়িতে বসে বিদিশার সঙ্গে দেখা করতে বেরিয়ে পরলাম ।
আজ ভ্যালেন্টাইন্স ডে বলে কলকাতার পার্ক স্ট্রীট আলোয় সজ্জিত হয়েছে । চারিদিকে লাল গোলাপ , বেলুন আর আলোয় রাস্তা প্রেমে ভরে উঠেছে । বাতাসে উড়ে বেড়াচ্ছে প্রেমের রং । এখানেই তো আমার প্রথম দেখা হয় বিদিশার সঙ্গে । বিদিশা মেট্রো স্টেশনের গেট থেকে বেরিয়ে ফুচকার স্টল এ দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলো । আমি ইন্ডিয়ান মিউজিয়াম এর কাছে দাঁড়িয়ে বিদিশা কে দেখছিলাম । কিছুক্ষণ পর আমি বিদিশার কাছে গিয়ে ওকে বলেছিলাম তুমি কি আমার বন্ধু হবে ? সেই দিন থেকেই আমরা ভালো বন্ধু হলাম । এই বন্ধুত্বের বন্ধন থেকে কবে আমরা প্রেমের বন্ধনে বেঁধে গেলাম আমরা বুঝতেই পারলাম না।
পার্ক স্ট্রিটের সিগন্যাল পোস্ট এর কাছে একজন গোলাপ বিক্রি করছিলেন । হঠাৎ আমার নজর ওনার ঝুড়িতে রাখা নীল পোলাপে পরলো । হ্যাঁ..! নীল-গোলাপ , যে বিদিশার খুব পছন্দের ফুল । আমি গাড়ি থেকে নেমে ওর জন্য একটি নীল গোলাপ নিলাম । তার সঙ্গে আমি লাল গোলাপ ও নিলাম , কারন লাল গোলাপ ভালোবাসার প্রতীক ।
ঘড়ি তে তখন সন্ধ্যা ৭ টা বাজ ছিল । হয়তো বিদিশা আজও একটু রেগে যাবে কারণ আমি আজও দেরি করে এসেছিলাম । আমি দরজা খুলে ঢুকলাম । বিদিশা হাসপাতালের বেডে এ শুয়ে ছিল । আমায় দেখে নার্স বিদিশা কে ঘুম থেকে তুললো । বিদিশা আমার হাতে টেডি বিয়ার আর ওর প্রিয় নীল গোলাপ দেখে খুশিতে ভরে উঠলো । ওর এই মিষ্টি হাসি দেখা আমার কত দিন হয়ে গেছিল । কিন্তু আমি নিজেকে কোনো দিনই হয়তো ক্ষমা করতে পারবোনা কারণ আজ ওর এই অবস্থার দায়ী শুধু আমি ছিলাম । না আমার বাইকের ব্যালেন্স বিগড়াতো আর না ওর এই অবস্থা হতো ।
===============================
🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।