অনেক তো গল্প লিখলি শ্রী, এবার নিজের গল্পটাও একটু লেখ...
- নিজেকে নিয়ে কি গল্প লিখবো দীপ....লোকে দু'লাইন পড়বে...তারপর একঘেয়ে দেখে সেটা scroll করে চলে যাবে...
- কেউ তো আছে....যে তোর লেখা টা পড়ে তোর ভিতরে থাকা কষ্টটা কে বুঝবে.....সারাদিন যে এত কষ্ট পাস এতে তোর কি লাভ হয় বলবি....যারা বুঝতেই পারলো না তোর কষ্ট টা...দেখেও না দেখে থাকার ভান করে সবসময়....তাদের জন্য তুই কষ্ট পাস...কেন!!
- কোথায় কষ্ট পাচ্ছি বল তো...!!আর যদি পেয়েও থাকি সেটা তো সামান্য মাত্র...এত গুলো মানুষ এর ভালোবাসা...এত প্রশংসা...এসব মনে আসলে আলাদাই আনন্দ হয়....আর আমার এই জায়গা টা তৈরি হয়েছে শুধুমাত্র তোদের কয়েকজনের জন্যই..তোরা না থাকলে আমি এতদূর এগোনোর সাহস দেখাতেও পারতাম না....
- তুই সত্যি ভালো আছিস শ্রী...??
- তুই কি শুনতে চাস বল...??
- আমি সত্যি টা জানতে চাই...আর কিচ্ছু না...
আমার মন বলছে তুই....ভালো নেই...
- দেখ..দীপ...ভালো খারাপ সব কিছু নিয়েই মানুষের জীবন..আজ ভালো আছে...কাল খারাপ...আবার পরশু খুব আনন্দে আছে যে মানুষ টা...তাকে তুই কি বলবি যে সে ভালো নেই...কিন্তু সেটা তো সত্যি নয়...প্রত্যেক টা মানুষ ই যখন আলাদা...তো তাদের চিন্তাভাবনা টাও তো আলাদা হবেই....!!
- আমি তো আর কারোর কথা জিজ্ঞেস করিনি তোকে..আমি এখানে জনগণের সমস্যা সমাধান করতেও বসিনি ভাই...আমি তোকে একটা সাধারণ কথা জিজ্ঞেস করেছি....যে তুই ভালো আছিস তো এসব করে আদৌ....
- হ্যাঁ আছি...খুব খুব খুউউউব ভালো আছি....!!
আচ্ছা দীপ একটা কথা বলবো...??
- তো তোকে তো তখন থেকে বলতেই বলছি...
- ছোটবেলাটা কত ভালো ছিল নাহ্ রে....
একসাথে হাত ধরে বাস থেকে নেমে স্কুলে যাওয়া...বাস কাকুর চকোলেট খাওয়ানো...স্কুল থেকে ফিরে কতক্ষণ পর মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরা...সরস্বতী পুজোয় শাড়ি পরে বাবাই এর সাথে স্কুলে যাওয়া...তারপর সেই একসাথে নিমন্ত্রণ করতে যাওয়া স্কুলে স্কুলে আর তোরা ছেলেরা ঠাকুর আনতে যেতিস...কি মজাই না হতো...
তারপর ক্লাসের বাইরে একসাথে কান ধরে দাঁড়িয়ে থাকা....
গার্জেন কল, গার্জেন মিটিং হলে একসাথে টেনশন করা..ক্লাস bunk করা...লুকিয়ে লুকিয়ে টিফিন খাওয়া...সিনিয়র দের দেখে প্রেমে পড়া.... কত ভালো বন্ধু ছিলাম আমরা সবাই...স্কুল ছাড়ার সময় কত কান্নাকাটি...
তারপর.....তারপর হঠাৎ সবাই কে হারিয়ে ফেলা একসাথে...
-হুম....
- বয়স বাড়ার সাথে সাথে বন্ধুত্বের গন্ডি টা কত ছোটো হয়ে গেছে আজ তাই না...মাত্র হাতে গোনা কয়েকজন আছে এখন....তাতেও ভয় হয় জানিস...এই বুঝি কিছু ভুল হয়ে গেল...আর বন্ধুত্ব টা.....
- এসব এর জন্য তোর কি দোষ বল শ্রী....যারা ছেড়ে যাওয়ার তারা তো যাবেই...থাকলে শত খারাপের মাঝেও ঠিক মানিয়ে নিত...যেমন টা করে তুই নিস...মানছি সবাই এক নয়...কিন্তু কেন নয় বলতে পারিস...
- সে উত্তর তো তারাই দিতে পারবে দীপ... সবাই সবটা মানিয়ে নিতে না পারা টা কোনো দোষের নয় দীপ...
কিন্তু ছেড়ে চলে যাওয়াটাই কি সমাধান তার জন্য...
আবার দুদিন পর নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আসা...কান্নাকাটি..এই সেই...কার ভালো লাগে রে এগুলো সবসময়...এসব এর মাঝে পড়ে জীবন টাকেই ভীষণ বিরক্ত লেগে যায় রে....
সারাদিন শুধু শুনেই যাই.....
আমার কথা টুকু শোনার জন্য কেউ নেই...যাকে মন খুলে সব কথা বলব....মন খারাপ হলে মন ভালো করে দেওয়ার মতো....
নাহ্!!
সবাই ব্যস্ত এই দুনিয়ায়...
এই যো আজ তুই জিজ্ঞাসা করলি কেমন আছি...সেটাও কেউ সেইভাবে জিজ্ঞাসা করে না জানিস...
খালি অভিযোগ আর অভিযোগ...
সামনে দেখায় যেন কত ভালোবাসে...কিন্তু আসলে...
শান্তি নিয়ে ঘুমোতে গেলাম...পরেরদিন সকালে উঠে দেখবো কিছু না কিছু ঝামেলা হয়েছেই....
ঐ জন্যই বললাম যে কেমন আছি বলা টা সত্যি খুব মুশকিল.......!!
তাই বাবা মা আছে বলেই সারাদিনের ক্লান্ততার পর বাড়ি গিয়ে ওদের হাসিমুখে দেখতে বেশ লাগে....তখন মনে হয় যে এই তো দিব্বি আছি আমি....আর কি চাই জীবনে...
- বিয়ে টা তাহলে করবিনা তুই??
- নাহ্!! যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম সেই তো ছেড়ে চলে গেল...বিদেশে থাকবে বলে অজুহাত দেখিয়ে...
থাক ভালো ওখানেই...আমিও বেশ আছি...
যে মানুষ টা আমার পরিশ্রম কে কোনোদিন দাম ই দেয়নি...তাকে নিয়ে স্বপ্ন দেখাটাই বিলাসিতা ছিল....আমাদের সম্পর্ক টাকে কোনোদিন সিরিয়াস চোখে দেখেইনি ও...
আমি বলেই হয়তো ওতদিন টেনে নিয়ে গেছিলাম...ও ভেবেছিল আমাকে Use করবে...and then throws me...
কিন্তু আমি সেটা বুঝেগেছিলাম বলেই কতগুলো complications করে দিয়ে গেল আমার নামে....
আমি নাকি ওর টাকা দেখে ওকে ভালোবেসেছি....জোর করে শারীরিক সম্পর্ক করতে চেয়েছি....
সিরিয়াসলি আমার এখন হাসি পায় ভাবলে এগুলো....
মা বলে সত্যি কোনোদিন চাপা থাকে না...জানিনা আসল সত্যি টা কবে সবাই জানবে....হয়তো ওখানে গিয়েও কোনো মেয়ের সাথে ঐ একই রকম ভাবে...
- দোষ তবে তোর ও ছিল শ্রী...
তুই ওকে অনেক স্বাধীনতা দিয়েছিলি...তুই স্বাধীন থাকলেও একটা নিজস্ব গন্ডির মধ্যে সীমাবদ্ধ ছিলি...
কিন্তু ও...ও তো সেটা করেনি...আজ এই মেয়ের সাথে কাল ঐ মেয়ের সাথে গা জড়িয়ে ছবি...!!
কই তুই তো এরকম করতিস না...তুই ও তো প্রাণখোলা মিশুকে...বড়জোর দেখা হলে অনেকদিন পর বাচ্চাদের মতো জড়িয়ে ধরতিস...তোর জড়িয়ে ধরাটায় অনেক আদর ভালবাসা ছিল...নোংরামি নয়...
আর ও....কি ভাবিস তুই আমরা লক্ষ্য করিনি মনীষার জন্মদিনে...সবটা দেখেছিলাম...তখনই তোকে বলেছিলাম ওকে মুঠোয় শক্ত করে ধরে রাখ...কি বলেছিলি তখন মনে নেই...
"যে ভালোবাসার সে ঠিক শত নারী পেলেও তার ভালোবাসার মানুষটার জন্য আলাদা জায়গা রাখবে মনে"...
কি লাভ হলো....বল!!
-......
- একটা কথা বলি শ্রী...যদি অনুমতি দিস তো...
- কি...বল.!!
- তুই একটা বাচ্চা দত্তক নিতে পারিস তো শ্রী...কত অনাথ বাচ্চা খেতে পায় না ভালো করে...তুই যদি তাদের মধ্যে একজনকেও.... কতজন ই তো এখন Single Mother হচ্ছে...হচ্ছে না বল!! তাহলে তুই কেন পারবিনা...??
তুই দেখিস তোর জীবনটা অনেকটা পাল্টে যাবে শ্রী.......
তুই যে বলতিস ছোটবেলায়...তুই নাকি বড়ো হয়ে রাগী মা হবি...ছেলে মেয়েকে নাকি ভীষণ ভালো করে মানুষ করবি...তো আমি সেটা দেখতে চাই...তুই কিরকম রাগী মা হস...
তুই একবার রাজি হয়ে যা না শ্রী...কাকু কে আমি বোঝাবো কথা দিচ্ছি...তুই খালি একবার হ্যাঁ বল...তারপর বাকি দায়িত্ব আমার..আমি সব খোঁজ নিয়ে তোকে জানাবো....
-তাহলে আমার গল্পটা সবাই পড়বে দীপ...??
-মানে...?
- নাহ..!!তুই একটু আগে বললি না যে নিজের জীবন নিয়ে গল্প লিখতে..তোর কথা অনুযায়ী আমি যদি এরকম কিছু করিও...
তাহলে আমার গল্পটা ইন্টারেস্টিং হবে বলছিস...!
- ভুল বুঝছিস শ্রী...
আমি চাই তুই ভালো থাক...
সেই ছোটো থেকে দেখে আসছি তোকে...কত স্বপ্ন ছিল তোর...কাকু কাকিমার তেমন সামর্থ্য ছিল না বলে তুই প্রতিজ্ঞা করেছিলি নিজে কিছু করে দেখাবি...তাই করছিস...স্কুলের শিক্ষিকা..পাশাপাশি পত্রিকায় তোর গল্প লেখা...গান শেখানো..
সব কিছুর মাঝে থেকে তোর ভালো থাকাটাই কোথায় যেন হারিয়ে গেছে...
এই জন্যই বলা...এবার তোর ইচ্ছে....আমি তো জোর করতে পারি না...
আমার যে টুকু অধিকার সেটুকু ই শুধু বলা....
- রাগ করছিস কেন!! আমি তো জানি তুই আমার ভালোর জন্যই বলছিস...
- সবই যখন জানিস..তাহলে আর কিছু বলার নেই...
আজ উঠি বুঝলি...বাড়িতে অস্মি একা আছে...মেয়েটা দিদিমার সাথে মামারবাড়িতে গেছে ঐ জন্য...আবার পরে কথা হবে...যোগাযোগ রাখিস....
- আচ্ছা আয়...আর শোন...
-হ্যাঁ, বল...
- খোঁজখবর নিস...
আমি রাজি...বাবা কে রাজি করানোর দায়িত্ব আমার..আমি জানি বাবা রাগ করবে না আমার এই সিদ্ধান্তে....
- Are you serious??
- তো কি আমি এখন তোর সাথে ইয়ার্কি মারতে বসেছি বলে মনে হচ্ছে...!!
- Oh my god...Thank u so much yaar !!...আমার কথাটা রাখার জন্য...
আমি যে মানে কি খুশি হলাম তোকে বলে বোঝাতে পারবো না শ্রী...
- আমি এই জন্য তোদের উপর রেগে যাই জানিস ...
- কেন....
ohh shit..!!Sorry..না মানে সেটাও তো বলা বারণ...আচ্ছা আজ ক্ষমা করে দে আর হবে না....প্রমিস....কান ধরছি...
- ঠিকাছে..যথেষ্ট হয়েছে...!!
- আরে বলতেই তো ভুলে গেছিলাম...
- আবার....কি...??
- আজ তো বন্ধুত্বের দিন.....
আরে সকালবেলা তেই মেয়ে বলছিল ওর নাকি বন্ধুদের কে কিসব ব্যান্ড পড়াবে....কিনে আনতে বলেছে....উমমমম আমি তো ওসব কিছু আনিনি...
এক কাজ করি আয় ধরে গাল টা চটকে দি বেশ করে ছোটবেলার মতো....
- ধূর...লোকে দেখলে বয়সকালের ভীমরতি বলবে রে পাগল...
- এই শোন...এমন কিছু বয়স নয় আমার...এখনো আমার দিকে সব সুন্দরী মেয়েরা তাকায়...আমি পাত্তা দি না তাই...
- তোর লজ্জা করে না.....
বউ জানে এসব...
- হ্যাঁ...না মানে ইয়ে..ঐ আর কি...
- থাক...বুঝেছি...বউ কে ভয় পাস বললেই হয়... যা বাড়ি যা...আর কথা না বাড়িয়ে.....
ফোনে কথা হবে..ভালো থাকিস বুঝলি...!!
- একদম...আসি রে...
- সাবধানে...
******
প্রত্যেকের জীবনে এমন একজন বন্ধু থাকাটা সত্যি খুব দরকার...যে তোমাকে দিনের শেষে জিজ্ঞেস করবে ভালো আছিস কিনা...!! কিংবা বলবে
"কিরে তুই ঠিক আছিস তো"....!!
যে তোমার মন ভালো করার সঙ্গী হবে... তুমি তাকে কিছু বলে ওঠার আগেই সে বুঝে যাবে তোমার মন ঠিক আছে কিনা...চারপাশে কতই তো বন্ধুই আছে আমাদের...তাও যেন দিনের শেষে কোথাও গিয়ে একাকীত্ব হয়ে পড়ি...!!
তখন মনে হয় মা বাবা বোধহয় ছোটবেলায় ঠিকই বলতো
"পৃথিবীতে মা বাবার চেয়ে আপন কেউ হয় না রে.."
তবুও একটা বন্ধু না থাকলে যেন মন মানতেই চায়না...যে ভালোবাসবে নিঃস্বার্থ ভাবে...মন খারাপ হলে তার কথাই আগে মনে পড়বে...যাকে ফোন করলে সমস্ত মন খারাপ গুলো মুছিয়ে দিয়ে তোমাকে হাসাতে বাধ্য করবে.....
জীবনে এমন একটা বন্ধু থাকা সত্যি খুব দরকার...যারা পায় তারাই আসল ভাগ্যবান....
অমর থাকুক সেইসব বন্ধুত্ব এই প্রার্থনা ই করি...
*******
©অনুষ্কা 🌼