বিমুগ্ধতায় আমি
বিমুগ্ধতা ঘিরেছে আমায়,
আমি হয়েছি আমার আপন।
বিস্তীর্ণ আকাশকে করেছি ঠিকানা,
জীবন করেছে বিমুগ্ধতা নিয়ে।
পেয়েছে উত্তর কখনও,
কখনও থেকেছে তার প্রতীক্ষায়,
বিমুগ্ধতা ঘিরেছে আমায়।
বিমুগ্ধতায় আজ আমি।
~✍️মোহর ভট্টাচার্য্য
===============================
Tags:
Anu Kobita/অনুকবিতা