বিমুগ্ধতায় আমি ~ মোহর ভট্টাচার্য্য | Biimugdhatai Ami ~ by Mohor Bhattacharya

বিমুগ্ধতায় আমি

 ~✍️ মোহর ভট্টাচার্য্য 
bangla-kobita-bimugdhatai-ami-mohor-bhattacharya

বিমুগ্ধতা ঘিরেছে আমায়,
আমি হয়েছি আমার আপন।
বিস্তীর্ণ আকাশকে করেছি ঠিকানা,
জীবন করেছে বিমুগ্ধতা নিয়ে।

পেয়েছে উত্তর কখনও,
কখনও থেকেছে তার প্রতীক্ষায়,
বিমুগ্ধতা ঘিরেছে আমায়।
বিমুগ্ধতায় আজ আমি।

~✍️মোহর ভট্টাচার্য্য


===============================

🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন