আজ যে হচ্ছে বৃষ্টি,
তোমরা বলো প্রকৃতির রূপ।
ক্রন্দনরত প্রকৃতি আজ,
খানিকটা নিশ্চুপ ।
ধর্ষিত আজ প্রকৃতি
দিচ্ছে ধ্বংসের বার্তা ,
প্রকৃতি তাই তো পালন করছে
খানিক নীরবতা ।
তাই তো বলি সেরে ওঠো প্রকৃতি ।
মনের মাঝে রাখো ঝলমলে রোদ ;
রেখোনা মেঘলা আকাশ ,
মনে রেখোনা কোন গুমোট হাওয়া ;
বইতে দাও খোলা বাতাস ।।
~✍️ অনিকেত
Tags:
Anu Kobita/অনুকবিতা
