ধর্ষিত প্রকৃতি ~ অনিকেত চ্যাটার্জী। Dharshito prokriti ~ Aniket Chatterjee [ bangla kobita ]


আজ যে হচ্ছে বৃষ্টি,
 তোমরা বলো প্রকৃতির রূপ।
ক্রন্দনরত প্রকৃতি আজ,
খানিকটা নিশ্চুপ ।
ধর্ষিত আজ প্রকৃতি
দিচ্ছে ধ্বংসের বার্তা ,
প্রকৃতি তাই তো পালন করছে
খানিক নীরবতা ।
তাই তো বলি সেরে ওঠো প্রকৃতি ।
মনের মাঝে রাখো ঝলমলে রোদ ;
রেখোনা মেঘলা আকাশ ,
মনে রেখোনা কোন গুমোট হাওয়া ;
বইতে দাও খোলা বাতাস ।।

~✍️ অনিকেত


🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন