ক্যাকটাস - ইউসুফ মোল্লা | Cactus - Yusuf Mollah [ bangla kobita ]

ক্যাকটাস

_ ✍️ ইউসুফ মোল্লা


একটা পাতা ঝরে যাওয়ার ঠিক আগে, 
যেভাবে গাছের জন্য খাবারের জোগান দেয়। 
সেইভাবে তোমার বিচ্ছেদের আগে, 
আমাকে ভালোবাসা দিয়ে যেও! 
তোমার বিরহে আমার সমস্ত দেহে
যে কাঁটার জন্ম হবে... 
সেখানেই জমিয়ে রাখবো তোমার আদর আর প্রেম। 
একটুও বাতাসে মিশতে দেবো না... 

তোমার দেওয়া নোনা জলে, 
আমি শুষ্ক মরুভূমির ক্যাকটাস হয়ে যাই।


🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন