ক্যাকটাস
একটা পাতা ঝরে যাওয়ার ঠিক আগে,
যেভাবে গাছের জন্য খাবারের জোগান দেয়।
সেইভাবে তোমার বিচ্ছেদের আগে,
আমাকে ভালোবাসা দিয়ে যেও!
তোমার বিরহে আমার সমস্ত দেহে
যে কাঁটার জন্ম হবে...
সেখানেই জমিয়ে রাখবো তোমার আদর আর প্রেম।
একটুও বাতাসে মিশতে দেবো না...
তোমার দেওয়া নোনা জলে,
আমি শুষ্ক মরুভূমির ক্যাকটাস হয়ে যাই।
Tags:
Kobita/কবিতা
