আমার ভাষা ~ আব্দুল রাহাজ | Amaar Basha ~ Abdul Rahaz [ kobita ]

আমার ভাষা

~✍️ আব্দুল রাহাজ

ও রে আমার ভাষা
আমার প্রাণের মাতৃভাষা
যার আবেগ অনুভূতি 
জড়িয়ে থাকে প্রতিটি কথায় 
সে যে আমার মাতৃভাষায়। 
এই মাতৃভাষার অধিকারে 
সালাম রফিক বরকত জব্বার দিয়েছিল প্রান 
ঝরেছিল তাদের রক্তে ঢাকার রাজপথ 
রঞ্জিত হয়েছিল তাদের আত্মত্যাগ 
সত্যি এক বীরের মতো
সেই থেকে আমাদের মাতৃভাষা হয়েছে 
আন্তর্জাতিক মাতৃভাষা।
বাঙালি জাতি ফিরে পেয়েছে 
এক অনন্য রূপ এর স্বাধের মাতৃভাষা।
এই হলো আমাদের সাধের প্রাণের ভাষা 
আমার মাতৃভাষা।

=================================

🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন