বৃদ্ধাশ্রম
~✍️উপাসনা ব্যানার্জী
চারপাশ বড়োই অদ্ভুত, তাই না? যার বাড়ি, যার সম্পত্তি সেই সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বৃদ্ধাশ্রমের ঠিকানায় বেঁচে আছে। বয়স তো একদিন সবারই হবে, কিন্তু এই ইয়ং জেনারেশন (young generation) কি অদ্ভুত তাই না! একবারও ভেবে দেখে না তার পরবর্তী প্রজন্মও একই কাজ তাদের সাথে করতে পারে। দশ মাস গর্ভে ধারণ করে যে মা সন্তানের জন্ম দেন, একটু একটু করে বড়ো করে তোলেন , সেই মা কে জীবনের শেষ অধ্যায়ে এসে বৃদ্ধাশ্রমে ঠাঁই নিতে হয়। যে বাবা নিজে ছেঁড়া জামা পরে হলেও সন্তানের জন্য নতুন পোশাক কিনে আনেন , যে বাবার জন্য নিশ্চিন্ত আশ্রয়ের কথা ভাবতে হয় না সেই বাবা কেও চলে যেতে হয় বৃদ্ধাশ্রমে। হায় রে সমাজ!
যারা নিজেদের সুখের কথা না ভেবে শুধু মাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দেন তাদের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম হয়। আসলে মানুষের কাছে যখন ক্ষমতা থাকে তখন মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। তারা একটি বার ভেবেও দেখে না যে সে যেদিন অসহায় ছিল, যেদিন কথা বলার ক্ষমতাও ছিল না, নিজ হাতে নিজের খাবারটাও খেতে পারতো না সেদিন এই বাবা মা-ই তাদের ছিল একমাত্র সম্বল , শক্তি, রক্ষা কবজ। এমনকি বৃদ্ধাশ্রমে বসেও বাবা মা সন্তানের চিন্তাই করেন।
যখন একটা বাবা-মা তাদের সন্তানকে বড় করে তখন যেকোনো অবস্থাতেই কষ্ট করে হলেও ওনারা তাদের বড় করে, আর যখন সেই সন্তান বড় হয়ে বাড়ি-গাড়ি-সবকিছু করে ফেলে তখন তাদের সেই বাড়িতে তার মা-বাবাকে রাখার মত জায়গা টুকু থাকে না, এটাই হলো প্রতিদান , এটাই কি তবে তাদের পাওনা , তবু কি জানো সেই ফেলে দেওয়া মা-বাবা কখনো তোমার ক্ষতি চায় না। অর্থের অহংকারে মানুষ জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটাকেই অবহেলা করে ফেলে। কিন্তু পৃথিবীটা যে গোল। এ জন্মের কাজের ফল য এ জন্মেই পেতে হবে। এই জন্যই বোধহয় কিছু ক্ষেত্রে বৃদ্ধ বাবা মা এর সাথে সেই সন্তানের দেখা হয়ে যায় সেই বৃদ্ধাশ্রমেই।
ভালো থাকুক পৃথিবীর সব বাবা মা ।। জীবনে যদি কখনও সুযোগ হয় কোনো এক বৃদ্ধাশ্রমের মালিক হতে চাই।।
=====================================
🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂
🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹
💐🙏ধন্যবাদ 🙏🌼।



Khub e valo
উত্তরমুছুন