প্রকৃত বন্ধু /রুমি কুন্ডু | Prakrit Bondhu / Rumi Kundu [short story]

প্রকৃত বন্ধু

~✍️রুমি কুন্ডু
               আজ রবিবার বেশ সকাল সকাল উঠে আজ একটু ডাইরি লিখতে বসেছি। হ্যাঁ এটা ঠিক যে রবিবারটা আমি একটু বেলা করেই ঘুমাই কিন্তু আজ শুভ নিজের হাতে চা বানিয়ে আমার ঘুম ভাঙ্গালো।শুভ হল আমার বন্ধু। বন্ধু বলছি কারন অনেকটা বড়ো তার আগে বলি আমি সুমনা । 
     বেশ কয়েকটা বছর আগের কথা আমি তখন কলেজে আমার সাথে শুভর আলাপ হয় 1st year এর মাঝামাঝি সময় থেকে বন্ধুত্ব খুব ভালো হয় ওই 2nd year থেকেই বলা যেতে পারে একদিন শুভ আমাদের কলেজের বেলকুনি এর সামনে ওর আর আমার কয়েকটা বন্ধুর সামনে ভালোবাসার প্রস্তাব দিলো আমি অনেকটা বিস্মিত আমি ওকে স্বাভাবিক ভাবেই না বললাম কিন্তু একটু অন্য ভাবে বললাম বন্ধু হতে পারবি প্রকৃত বন্ধু? ও হয়তো তখন আমার কথার মানে বোঝেনি স্বাভাবিক ভাবেই ও ওখান থেকে চলে যায়। তারপর থেকে আর ওর সাথে আমার কথা হয়েনি। 
   অনেকটা সময় কেটে গেছে আমি এখন Culcutta University এর under -এ MSc করছি । এরমধ্যে একদিন কলেজ স্ট্রিটে কিছু বই কিনতে এসেছিলাম আবার একটু কফিহাউজে কফি খেয়ে বাড়ি যাবো। এমন সময়ই ঠিক কফিহাউজের সামনে শুভ প্রথম দেখে সত্যিই চিনতে পারিনি কারণ এতোদিনে ও বেশ অনেকটাই লম্বা হয়েছে এবং গায়ের রংও বেশ অনেকটাই ফুলেছে। 
শুভ:- কিরে সুমনা চিনতে পারিস নি?
আমি:- তা পারবোনা কেনো ওই প্রথমে একটু অসুবিধা হচ্ছিলো কারন বেশ তো লম্বা হয়েছিস।
শুভ:- হ্যাঁ তাই ঠিকই। তা তুই কি করছিস?
আমি:-খবর তো পেয়েছিস বোধ হয়?
শুভ:- হ্যাঁ তোর খবর আর আমি রাখবো না।
আমি:- হ্যাঁ তাই কিছু বই কিনতে এসেছিলাম কলেজ স্ট্রিটে।
শুভ:- চল ভিতরে যাওয়া যাক।
আমি:- হুম।
আমরা 2nd Flore গিয়ে বসলাম।
আমি:-তা তুই তো বেনারস গিয়েছিলি পড়তে আমকে সুমি বলেছিলো আসলে তোর সাথে তো সেইদিনের পর কথা হয়নি।
শুভ:- হ্যাঁ ওই পরের মাসে তো এক্সাম আর আসতে পারবোনা তাই একটু দেখা করতে এসেছিলাম। আর তো আমার বাজে অভ্যাসটা জানিসই
শুভর বাজে অভ্যাসটা টা হলো ও সময় পেলে এই কোলকাতা শহরটার সুন্দর সুন্দর জায়গা গুলো ঘোরা আর নিজের ক্যামেরা দিয়ে সেই মুহূর্তো গুলো আজীবন বাঁচিয়ে রাখা । এটা ওর কলেজ থেকেই অভ্যাস।
আমি:- হুম তা আর বলতে....!
শুভ:- তা তোর boyfriend হলো?
আমি:- তুই আমাকে ভালো করেই জানিস সেটা চাইলে তো তোকেই হ্যাঁ বলে দিতাম।
ইতিমধ্যেই আমি লক্ষ্য করলাম শুভর কথাবার্তাতে  অনেক change সেই কলেজের শুভকে চেনাই যাচ্ছেনা।
শুভ:- কিরে কি ভাবছিস?
আমি:- নাহ্ কিছু না। তা তোর
Girlfriend?
শুভ:- হাহাহাহা........ করে হাঁসতে লাগল।
আমি:-কি হলো?
শুভ:-আমি এখন girlfriend, wife 
কিছু চাই না প্রকৃত বন্ধু চাই আর পুরোনো বন্ধু থাকতে নতুন বন্ধু বানাতে যাবো কেনো?
     আমার ভাবনা সত্যি হলো আগের শুভ অনেক change।
আমি:-যাক তুই এতো দিনে বুঝলি এটাই অনেক।
শুভ:- দ্যাখ আমি তোকে সত্যি খুব ভালোবাসি কিন্তূ আমি তোকে ছাড়া থাকতেও পারব না কিন্তু আমি সত্যি তারপর তোর কথার মানে বুঝতে পেরেছি আমি বলেছি তোকে হবি আমার প্রকৃত বন্ধু?না আমি তোর boyfriend/ husband হতে চাই না প্রকৃত বন্ধু হতে চাই তোর লড়াই -এ পাশে থাকতে চাই।
আর সত্যি আমাদের বিয়ের ৫ বছর পর আমি সুমনা বলছি আজ পর্যন্ত সত্যিই শুভ আমাকে একদিন কোনো কিছুতে জোর করেনি আমরা ওপর অধিকার ফলায় নি শুধু একজন প্রকৃত বন্ধুর মতো আমার পাশে ছিল আমার লড়াই-এ। 
=================================


🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন