মা আসছে.....! / রঞ্জন সাউ | Maa aschhe......./ Ranjan Shaw

মা আসছে...!

                             ~✍️ রঞ্জন সাউ
Artist:- Ditiya Tapli

    এইতো সবে মহালয়া এলো । এবার আর কিছুদিন, তারপর মায়ের আগমন হবে । মায়ের আগমনের সঙ্গেই  সেজে ওঠে পুরো কলকাতা শহর । অনেকে আসেন দেশ-বিদেশ থেকে আপন জনের সঙ্গে পূজোয় ঘুরতে । ঠিক এমনই তো এসেছিল প্রিয়া নিজের কাকার বাড়ি ।
    প্রিয়া ব্যাঙ্গালোরে এক কলেজে পড়ছিল । বাবার সরকারি চাকরি ছিল । বাড়িতে মা আর একটা বড় দাদা ছিল । ফর্সা রং, ব্রাউন চুল আর তার মধ্যে ভগবান প্রাপ্ত সুগঠিত শরীর । যাকে দেখে কে না তার প্রেমে পড়ে যেত ।
    সকালে ঘড়ি তে সাতটা বেজে ছিল। প্রিয়ার মা প্রিয়া কে ঘুম থেকে তুলতে শুরু করল । ' প্রিয়া...ও প্রিয়া...! উঠে পড়ো মানা, আমাদের কাল সকালের মধ্যে কাকার বাড়ি পৌঁছতে হবে।' 
প্রিয়া :- ' মা ঘুমাতে দাও না আমায়, এইতো সবে সাতটা বেজেছিল ।' এই বলে প্রিয়া মাথার বালিশ থেকে নিজের কানটাকে ঢাকা দিয়ে ঘুমিয়ে পরল ।
প্রিয়ার মা :- মানা উঠে পর, না তো আমাদের পৌঁছতে দেরি হয়ে যাবে । এই বলে প্রিয়ার মা চলে গেল ।
    প্রিয়া ঘুম থেকে উঠে রেডি হল । পুরো পরিবার ব্যাঙ্গালোর থেকে রওনা দিল , সকাল না হতে-হতে পৌঁছে গেল কলকাতা শহরে। শিয়ালদহ স্টেশন থেকে মিনিট দশেক পরে ছিল প্রিয়ার কাকার বাড়ি ।
    তার দুটো বাড়ির পড়েই ছিল শিব মন্দির । যেখানে প্রথমবার প্রিয়ার আলাপ হয় রাকেশের সাথে । রাকেশ একটা আই টি কোম্পানিতে কাজ করতো । সে মাসে মাত্র 10000 টাকা উপার্জন করতো । কিন্তু প্রিয়াকে ভালোবেসে ফেলেছিল এক নজরেই । রাকেশের বাবা আর প্রিয়ার কাকা খুব ভালো বন্ধু ছিলেন । তাই রাকেশ প্রিয়ার কাকার বাড়ি আসা-যাওয়া করতেই থাকতো । কিন্তু মহালয়া আস্তেই রাকেশের আসা-যাওয়া টা একটু বেড়ে যেত । কারণটা হলো প্রিয়াকে নিজের চোখের সামনে সব সময় দেখা । 
    প্রিয়ার মনেও রাকেশের প্রতি ভালোবাসা জন্ম নিতে শুরু করেছিল । রাকেশ প্রিয়াকে কলকাতা শহর পুজোর আগেই ঘোরাতে চাইছিলা তাই সে নিজের বন্ধু থেকে একটা বাইক চেয়ে এনেছিল । 
    ' প্রিয়া , চলো আমি তোমায় কলকাতা শহর ঘুরিয়ে দি ।' প্রিয়ার বাড়ির লোকজন প্রিয়া কে মানা করল না । তারা ভালো ভাবে জানতো রাকেশকে । রাকেশ একটা ভালো ছেলে যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে । আর প্রিয়ার প্রতি তার সম্মান করার ভাবনা জয়ী করে দিয়েছিল সবার হৃদয়কে । তাই নিশ্চিন্তে প্রিয়া কে রাকেশ এর সঙ্গে কলকাতা শহর ঘুরতে যেতে দেয়া হলো । নীল আকাশের আর ঝলমলে রাস্তায় বেরিয়ে পরলো প্রিয়া কলকাতা শহর ঘুরতে রাকেশের সাথে ।
Victoria memorial
     কলকাতায় ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল । একটা সুন্দর মার্বেলের ভিক্টোরিয়া মেমোরিয়াল । তারপাশেই ছিলো সুন্দর একটি গার্ডেন । রাকেশ ভিক্টোরিয়ার সামনে এসে বাইকটা দাঁড় করালো । ' প্রিয়া এই যে সুন্দর ভবন টা দেখতে পাচ্ছ এটাই ভিক্টোরিয়া মেমোরিয়াল , চলো ঘুরে আসি । প্রিয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে বলল ' অনেক সুন্দর...!'

রাকেশ ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রবেশ করার জন্য দুটি টিকিট কেটে এলো । দুজনেই ভিক্টোরিয়া গেট থেকে প্রবেশ করল । রাকেশ প্রিয়া কে বলল ' আমি কি তোমার হাত ধরতে পারি ।' 'হ্যাঁ ধরো না' , প্রিয়া মানা করল না । 
প্রিয়া আর রাকেশ একে অপরের হাত ধরে অনেক নতুন গল্প আর স্বপ্ন দেখা শুরু করতে-করতে এগিয়ে গেল খানিকটা পথ । সামনে ছিল কয়েক গুলো বসার বেঞ্চ ।
রাকেশ বলল 'প্রিয়া চলো কিছুক্ষণ সামনের বেঞ্চে বসে কিছুটা সময় কাটাই ।'
'হ্যাঁ, চলো...।
রাকেশ প্রিয়ার হাত নিজের হাতে ধরে বলল 'তোমাকে আমার খুব পছন্দ , তুমি কি আমার সঙ্গিনী হবে...?' প্রিয়া বলল 'আমার একটু সময় চাই' ।
'ঠিক আছে', রাকেশ বলল ।
তারপর দু'জনেই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরিয়ে এলো । কিন্তু প্রিয়া রাকেশের সঙ্গে এক বাইকে বাড়ি ফিরতে চাইল না । প্রিয়া ভিক্টোরিয়ার সামনে থেকে একটা ট্যাক্সি নিয়ে কাকা বাড়ির জন্য রওনা হল । 
Durga puja
    আজ প্রিয়া দু'বছর পর আবার মহালয়ার দিন কলকাতায় নিজের কাকার বাড়ি এসেছে । সেই রঙিন আকাশ, ঝলমলে শহর কিন্তু প্রিয়ার মুখের হাসি কোথাও হারিয়ে গিয়েছিল । কেউ জানতো না সেদিন কি হয়েছিল রাকেশের সঙ্গে । শুধু প্রিয়া এইটুকুই জানতো কী ওর বাড়ি ফেরার পরই , রাকেশ বাইকে করে বাড়িি ফিরে যাবে । 
    রাকেশের ছবি হাতে নিয়ে প্রিয়ার চোখের জল আজ আর থামছে না। মা আসছে....! আবার । কিন্তু প্রিয়ার মুখের হাসি আর ফিরে এলোনা ।।

----------------🥀🥀🥀💐🥀🥀🥀----------------

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন