Artist :- Obaidulla azmi
আকাশ আজ মেঘলা হয়ে এসেছে । এরপরে শুরু হল ঝিরঝিরে বৃষ্টি । জানলার ধারে বসে ছিলাম একটা গল্প লিখতে । কিছুটা লিখেছিলাম তারপর খানিকটা জায়গা ছেড়ে দিলাম শুধু তোর জন্য । তারপর তেজ হাওয়াতে আমার পাশে রাখা চিঠিটা আমার ডায়েরির উপর উঠে এলো । যার একটা কোনে দুটো হৃদয় আঁকা ছিল । যেটা দেখে তোর কথা মনে পড়ে গেল । সে তোর সঙ্গে কলেজ প্রথম দেখা আমার আজও মনে আছে , কিভাবে তুই হাতে দুটো বই নিয়ে কলেজের গেট থেকে কলেজে প্রবেশ করেছিলিস । আর তোকে সেই ইউনিয়নের তনময় দা ইউনিয়ন রুমের সামনে আটকে নিয়েছিল । তখন তোকে সামনে থেকে এসে বললাম "ওই ঐখানে দাঁড়িয়ে কি করছিস ম্যাম ক্লাস শুরু করে দিয়েছে ।" তুই তখন আমায় চিনতেছি না । কিন্তু আমার কথা মেনে আমার সঙ্গে ক্লাসের দিকে এগিয়ে গেলি । ক্লাসে যাবার কথা আমি তোকে বললাম "কিরে রাগিং করছিল ?" তুই আমায় বললি " হ্যাঁ বোধহয় , কারণ ও আমার থেকে নাম, ফোন নাম্বার আর কোথায় থাকিস জিজ্ঞেস করছিল , এতর মধ্যেই তুই এসে আমায় ডেকে নিলি । আমি ওকে বললাম "আমি তোকে চিনি না ।" আমি দেখলাম কি কোনো সিনিয়র রাগিং করছে, তাই তোকে বললাম কি তোর ক্লাস শুরু হয়ে গেছে । ও বলল 'ধন্যবাদ' ।  তারপর আমার দেখা ওর সঙ্গে লাইব্রেরীতে হয় । সেদিন ফ্রেন্ডশিপ ডে ছিল । ও আমার কাছে এলো আর ফ্রেন্ডশিপ ব্যান্ড আমার হাতে বেঁধে দিল । এইভাবে আস্তে-আস্তে আমরা অনেক ভাল বন্ধু হয়ে গেলাম । আমার সঙ্গে থাকা আস্তে-আস্তে ভাল লাগতে লেগেছিল । হয়তো আমি ওকে ভালবেসে ফেলেছিলাম । কিন্তু সাহস হচ্ছিল না কি ওকে নিজের মনের কথা বলে দী । তাই একদিন আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপের এই মডার্ন যুগে একটা লাভ লেটার লিখতে বসলাম । যা মনের ভিতর চলছিল সবটাই লিপিবদ্ধ করলাম । এই করতে-করতে অনেকটা রাত হয়ে গেছিলা । এবারে তো শুধু সকালের অপেক্ষায় ছিলাম আমি । এই সকাল আমার জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার সকাল ছিল । তাই সারারাত ঘুমায়নি আমি । সকালে আমি ওকে কল করলাম । ফোন রিং হলো তারপর কেটে গেল । আমি আবার কল করলাম , এবারে একটা বাচ্চা মেয়ে ফোনটা তুলে বললো "হ্যালো..! কে ? আমি কিছু বললাম না আর ফোন কাট করে দিলাম । তারপর আবার কিছুক্ষণ পর কল করলাম । ফোনটা একবার সে রিসিভ করল "হ্যাঁ বল , কল করেছিলিস ?" আমি বললাম "হ্যাঁ..! , তুই কি আজ আমার সঙ্গে দেখা করতে পারিস ।" ও বললো না আজ তো আমার সময় হবে না । আজ আমায় বরপক্ষ দেখতে আসবে । আমি তারপর ওর থেকে কিছুই জিজ্ঞেস করলাম না । এরপর আমার মুখ থেকে শুধু ' হু ' শব্দটি বেরিয়েছিল । হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকায় । আমি ফিরে আসি নিজের ভাবনা থেকে এই দুনিয়ায় । আজ 3 বছর পর প্রথমবার সেই লাভ লেটার কে খুললাম । যার প্রথম লাইনে লেখা ছিল "আমি শুধু তোমাকে চাই....!" ---------------------------------------------------------------
🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।
|