রিকি ঘোষ
রিকি ঘোষ, ঠিকানা জলপাইগুড়ি জেলার অন্তর্গত নাগরাকাটায়। ২০০২ সালের ২৩শে জুলাই জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি শহরে জন্ম। মাতা কল্পনা ঘোষ এবং পিতা স্বর্গীয় রবি ঘোষ। লেখালেখি শুরু হয় অষ্টম শ্রেণীতে, কিন্তু মাঝে কিছু অসুবিধের তাগিদে লেখার শিরোনামে বিরতি টানতে হয়। ছোট বেলা থেকে লেখালেখি কিংবা লেখালেখি সম্পর্কিত বইপত্র একদমই পড়তে ইচ্ছে করতো না, তবে আজ এই পর্যায়ে পৌঁছে লেখালেখি পরম প্রিত এক অঙ্গীকার ঈশ্বরের। বর্তমানে আমি কলেজে পাঠরত দ্বিতীয় বর্ষের ভূগোল বিভাগের একজন ছাত্র। জলপাইগুড়ি জেলার অন্তর্গত ময়নাগুড়ি কলেজে পাঠরত। বিবিধ পত্রপত্রিকায় নিয়মিত কবি, আন্তর্জাতিক স্তরেও লেখার প্রকাশ ঘটেছে।
অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা কাহিনী ওয়েবসাইটকে, যে ওনারা আমার কবি পরিচিতি প্রকাশ করেছেন ওনাদের মহামূল্যবান ওয়েবসাইটে এবং আমার পরিচিতি ছড়িয়ে দিয়েছেন বাংলার মঞ্চে।
উত্তরমুছুনধন্যবাদ।।।।