বিশ্বজিৎ সরকার | Biswajit Sarkar

 

বিশ্বজিৎ সরকার

আমি এক উদীয়মান কবি-অস্তিত্ব। সদ্য সদ্য বিভিন্ন ই-ম্যগাজিনে লেখা দিতে শুরু করেছি এবং বেশ কিছু ই-পত্রিকায়,কয়েকটি প্রিন্টেড পত্রিকায় আমার লেখা সৃষ্টিকর্ম ছেপে বেরিয়েছে এবং বেরোচ্ছে। আমি অদৃষ্ট’-নামে নিজের কবি-লেখনি প্রকাশ করে থাকি।
......আমি উত্তরবঙ্গের এক গ্রামে বাস করে থাকি,প্রথম বর্ষের এক ছাত্র।
.....অতঃপর আপনাদের কবি পরিচিতি উদ্যোগ-কে কুর্নিশ এবং সম্মান জানিয়ে আমি নিজের এই কবি-পরিচিতি পাঠিয়ে দিলাম আপনাদের কাছে। যদি আরও কিছু অত্যাবশকীয় তথ্য জানানোর প্রয়োজন পড়ে তবে জানাবেন দয়াপূর্বক। এ শিক্ষার্থীর প্রণাম সকল সাহিত্য অনুরাগীদের অস্তিত্বে.....।


1 মন্তব্যসমূহ