"ভালোবাসা হারিয়ে যাবে" /@banglakahinipublisher

 "ভালোবাসা হারিয়ে যাবে"

     ~     অরবিন্দ সরকার


ওলো সনকার মা--- ভালোবাসা হারিয়ে যাবে? তোর সনকার ভালোবাসারা আসে তো? একটাকে পাকড়াও কর , নাহলে ভালোবাসার সঙ্গে ভালোবাসারাও হারিয়ে যাবে।

মেয়েটা ভালোবাসাটাও আর পাবে না। এই কথাগুলো পূর্নিমার মা কালিদাসী বললো।

উত্তরে সনকার মা  তথা --ভানুমতী বললো--

ওটে! রূপ যৌবন থাকলে অমাবস্যাতেও চাঁদ উঠবে। তারারা আকাশে ছুটোছুটি মিটিমিটি করে চাঁদের আলোয় হারিয়ে যাবে। কেবলমাত্র সোনার চাঁদ ঠিক থাকবে!

কতো জনে বাবার নামটাই জানেনা তার হয় অন্নপ্রাশন। নাম রাখে শ্রীকৃষ্ণ। সংসার ধর্মে তার অভিষেক হয়। ঠিক রাধা ও সখিবৃন্দ কোনো এক ফাঁকা জায়গায় কুঞ্জ হারিয়ে মন নিবেদন করছে।

পাড়ার সবাই বলাবলি করছে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার কারণ বুঝতে পারছি - এক ফুল পাঁচ মালী! তাহলে কি আর জায়গা খালি থাকে? আগের দিনে আমরা ঘর থেকে লজ্জায় বেড়োতাম না। বাপ মায়েরা দেখে শুনে বিয়ে দিতো! উপযুক্ত সময়ে আমার বিয়ে হয়েছে। তেরো বছর যখন বয়স তখন। কুঁড়ি ফুটতে লেগেছে আর বিয়ের তোড়জোড়। আর এখন বিয়ের নামই নাই। ফুল শুকিয়ে গন্ধ হারিয়ে যাচ্ছে।নকল গন্ধ শরীরে পুশ করে মৌমাছি ভ্রমর দের আকর্ষণ করছে? কানামাছি ভোঁ ভোঁ করে ভালোবাসায় গ্রহণ লাগছে।

ভালোবাসা কিনতেও পাওয়া যায় না যে কিনে জমা রাখবো। নিজের পুরুষই ফুরুত করে পালিয়ে গেল ভালোবাসা ফেলে। শুনেছি সে নাকি একবস্তা ভালোবাসা নিয়ে ঘরকন্না করছে। আমার বস্তা খালি হয়েছে আর ও চম্পট দিলো। সঙ্গে সঙ্গে ভালোবাসা পেয়ে গেলো। আবার ওখান থেকে চম্পট দিয়ে ভালোবাসা পেয়েও যাবে! মোবাইলে, ফেসবুকে, টি,ভি,সিরিয়ালে ভালোবাসা লুকোচুরি আবার কোথাও ভালোবাসা ছড়াছড়ি। ওর মরণ নাই টে মরণ নাই।  ভালোবাসা এখন টাকা পয়সার সাথে ! ফ্লাটে টাকা গুঁজে গুঁজে টাকার পাহাড়ে হচ্ছে। ভালোবাসা হারাবে না কেন? এক্সপায়ার ডেট পার করেও যদি ভালবাসা মেলে-, তাহলে কচিকাঁচারা দুধের স্বাদ মিটাবে না কেন ঘোলে?

সবার ভালোবাসা পৃথিবীতে রয়েছে শুধুমাত্র মানুষের ভালোবাসায় রোগ ধরেছে। ক্ষয়রোগ টে ক্ষয়রোগ! টি,বি, যাকে বলি রক্ষা রোগ। রোগী সেজে ক্ষয় সারাচ্ছে ! হৃদয়ের অসুখ বাড়ছে মানে হার্টের!  হৃদয় নিঙরে ভালোবাসলে আর অবশিষ্ট কি থাকলো? তাই ভালোবাসা সব  হারিয়ে যাচ্ছে বেন্দাবনে।

নবীনতর পূর্বতন