মা একটি ছোট্ট শব্দ অথচ.......

 মা

- অভিজিৎ দত্ত

maa

মা একটি ছোট্ট শব্দ

অথচ এর মধ্যেই লুকিয়ে আছে

কত গভীর মমত্ব।


মা এর স্নেহ-ভালোবাসা থেকে

যারা হয়েছে বঞ্চিত 

জীবনটা তাদের কাছে 

এক নরকের মতো।


স্নেহময়ী মা এর হাত ধরে 

সন্তান বড়ো হয় ধীরে, ধীরে

সন্তানকে মানুষ করতে 

সহ‍্য করতে হয় মাকে

কতো দুঃখ, কষ্ট, যন্ত্রণা 

সবাই এর মর্ম বোঝে না।


মা এর প্রতি যার যত ভক্তি

সেই সন্তান হয় ততোই কৃতী

মা যদি হয় আদর্শবান ও নীতিপরায়ন

তার সন্তান হবে ততো কতর্ব‍্যপরায়ন।


মা হওয়া নয় মুখের কথা 

দশমাস, দশদিন গর্ভে ধারণ করে

অসহ‍্য প্রসব যন্ত্রণা সহ‍্য করে 

আনলো যাকে পৃথিবীর পরে

বড়ো হয়ে সেই সন্তান 

মাকে অবহেলা করে।

অনেক সময় বউ এর কথায়

মাকে পর মনে করে।

তবুও মা কিন্তু সন্তানের সবসময়

মঙ্গল কামনা করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন