সে আমার সুখের অলসতা জড়ানো দিন "কল্পস্থায়ী সন্ধ্যা" ~ আশীষ কুন্ডু | বাংলা কবিতা

 কল্পস্থায়ী সন্ধ্যা 

~ আশীষ কুন্ডু 

মন দিয়ে দেখছিলাম তার অঙ্গুলিহেলন

চিত্রার্পিত উষর অনুভূতি, সময় যেন স্থানু 

জোয়ারের ঢেউ ভাঙ্গছে আশ্লেষ স্বপনে

দেখছি তার কেশবিলাসের অহংকার 

মন যেন উড়ুক্কু মাছের চোখ- ভণিতায়

সেই বিকেল দাঁড়িয়ে ছিল উৎসুক রোদে

দোকান বাস রাস্তা সব- কিছুটা ছটফটে 

সে আমার সুখের অলসতা জড়ানো দিন

মন হারানোর  সরঞ্জাম -কথার ফুলঝুরি

হাসির ছোঁয়া, বৃষ্টিতে ইচ্ছে ভেজা আলো

ভুরু ছুঁতে চাওয়ার দৃষ্টি, হচ্ছিল অনাসৃষ্টি

কল্পস্থায়ী সন্ধ্যা নামে ,সময় চলার শুরু ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন