যদি পা চেটে চাকরি পাওয়া যায় "গান" - অষ্ট দেয়াশী

যদি পা চেটে চাকরি পাওয়া যায়

- অষ্ট দেয়াশী

যদি পা চেটে চাকরি পাওয়া যায়

তাহলে শিক্ষার মূল্য রইলো কোথায়

এই সমাজে শিক্ষা হারিয়ে গেছে তাই। 

যদি পা চেটে চাকরি পাওয়া যায়

তাহলে শিক্ষার মূল্য  রইলো কোথায়

এই সমাজে শিক্ষা হারিয়ে গেছে তাই। 

নিজের অধিকার আদায়ের তরে

শিক্ষার্থীরা ধর্নায়  বসে। 

শিক্ষার মান কোথায় গেছে

উচ্ছ শিক্ষা লাভ করে ছেলেমেয়ে 

রাস্তায় ফল বেচে। 

শিক্ষার মান বন্ধু হারিয়ে গেছে

পড়াশোনা করে লাভ কি আছে। 

শুনেছি পড়াশোনা করলে নাকি

গাড়ি ঘোড়া চড়ে সেজন নাকি

এই বাক্য এখন অতিথ  কথা

এখন পড়াশোনা শেখে যেজন

পড়ে পড়ে মার খাচ্ছে সেজন। 

বন্ধু পড়াশোনা মান হারিয়ে গেছে

যদি পা চেটে চাকরি পাওয়া যায়

তাহলে শিক্ষার মূল্য রইলো কোথায়। 

এই সমাজে শিক্ষা হারিয়ে গেছে।

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন