রূপসার মুখ ~ দেবানন্দ দে | Rupshaar mukh ~ Devanand Dey

  রূপসার মুখ 

     ~ দেবানন্দ দে    

        

রূপসার ঘরে যেতে ভয় পুড়ে যাই যদি
রূপতার আধারের নেশা
ইরানি নেসপাতি রঙে অনাবৃত ঊরু
উটরঙা গন্ধে ভরে থাকে শরীরের ঘ্রাণ।
তীক্ষ্ণ শাখের শব্দের মতো সূচালো নাকে
তীরন্দাজের তীর বিঁধে আছে,
উন্মুক্ত জোড়া ঠোঁটে সারারাত সমূদ্রের
ঢেউ খেলে যায় সহস্র বছর ধরে।
ঠোঁট পুড়িয়ে যে সুখ পায় সে
তার চাইতে বড় সুখ শিশুর মুখে মাতৃস্তনে।
একবার যেতে হবে রূপসার ঘরে
ঘন কালো চুলের গভীরে মুখ গুঁজে
পারিজাত ফুলের গন্ধ নিতে নিতে
খোঁদাই'টা সম্পূর্ণ করে নিতে হবে।

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন