মন খারাপ ~ আশীষ কুন্ডু | Mon Kharap - Ashish Kundu

মন খারাপ 

~ আশীষ কুন্ডু



মন খারাপকে ঘাঁটিও না
ঝরে যাবে কিছু বিবর্ণ বিকাল 
যা গেছে নিয়মের বন্ধনে
তাকে আটকে রেখো না সকাল
অজুহাতে কাটে খন্ডিত প্রহর 
কাজের চাপে মগ্ন দিবস যাপন
ধোঁয়া ওঠা কাপে চুমু আনমনে
ফিরে আসে না অধরা বর্ষণ 
মন খারাপ করে বসে না থেকে 
দেখো প্রান্তিক সূর্যের আলো 
 পাখিরা ফিরে গেছে বাসায়
দিনের শেষে রাতটা বড়ো কালো। 



🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন