কাঠ ঠোকরা
ডঃ অরুণ চক্রবর্তী
(কাহিনী কবিতা)
অনেক দিন পর, পৌঁছলাম ডুয়ার্সের জঙ্গলে। কাছেই ন্যাওড়া ভ্যালির জঙ্গল। কত প্রাচীন জঙ্গল, কেউ রাখেনা, কখনো লেখাজোখা; খোলে না হিসেবের খাতা কখনো; জায়গাটা আদিম ও বন্য, আমি বোহেমিয়ান, ছুটে যাই বারে বারে তাই, শেষ নাই, খুঁজে নিতে প্রকৃতির আনন্দ! গভীর, গহন নৈশব্দের এক উপলব্ধির জগত! প্রাগৈতিহাসিক ধরিত্রীর, শুনি শ্বাস প্রশ্বাস!
(REGISTERED UNDER COPYRIGHT ACT)