জীবন টাই অভিনয়
- রীতা বসু
জীবন টাই অভিনয়, নেই কোন সংশয়,
কখনো করুণ, কখনো আনন্দ ময়।
ভালো লাগে যখন দেখি দুজনের পরিনয়,
ঝলকে পড়ে সুখ মুখের আলোয়।
আনন্দে নৃত্য করে মনে আনন্দ নিয়ে,
দিন গুলি কাটে সবাই পরস্পরকে ভালো বাসা দিয়ে।
সকলের ভেতর জেগে ওঠে প্রাণ,
সুখের সাগরে সবাই করে স্নান।
বিপরীত ছবি টা ও দেখা যায় তার পর,
হাসি নেই, গান নেই, বেদনা র দেওয়া -নেওয়া চলে পরপর।
হিংসা, দ্বেষ ঝড় তোলে জগতে,
সবাই সবার মুখের গ্রাস চায় কেড়ে নিতে।
কে কাকে ভালো বাসে,কাকে স্নেহ করে?
পুরো টাই অভিনয়, স্বার্থ ঝরে ঝরে পড়ে।
Tags:
Kobita/কবিতা