স্বপ্ন ও সত্যি
~ ডঃ অরুণ চক্রবর্তী
তোমার খোপাঁয় রক্ত করবী!
সিঁথিতে ভালবাসার সিঁদুর!
নিটোল তোমার মুখ, হরিণ আঁখি!
রক্ত গোলাপ ঠোঁট, মুক্ত ঝরা হাসি!
শ্বেত চন্দন বরণ! সম্পূর্ণার গড়ন!
তুমি ঠিক প্রতিপদে দ্বিতীয়ার চাঁদ!
অপূর্ব জীবন জ্যোৎস্না তোমার!
তোমার কাছেই আমার সমর্পণ!
যত প্রণয়ের উত্তরণ! ধরেছি দুটি হাত,
শত ঝঞ্ঝায়, নিন্দে অভিশাপে!
আসুক; কত ঘূর্ণী, দুর্বিপাক, হবো না অবাক!
শিথিল হবে না, অগ্নিসুদ্ধী, মন্ত্রগুপ্তি,
তোমায় নিয়ে করেছি, রাখব শপথ,
রব আমি ব্যতিক্রমী, পৃথিবী হবে নির্বাক!
আশা বুকভরা। রব প্রেমের স্থপতি;
স্বপ্ন কল্পনায়, পাই যেন তব সুরভি;
দেখি তোমারই মাঝে রম্ভা, উর্বশী,
আর চাহি না কোন, অদেখা রূপসী!
প্রত্যাশে চুম্বনে করে আরক্ত!
রব জড়ায়ে, দীপনেভা রাতে মও!
ঝড় কামনার, বারিধারা বাসনার,
চমকে, ঝিল্লির বাতায়নেদেখি হরষে!
ঝংকারে উঠে, মিলন সঙ্গীত উল্লাস,
মুহূর্তে,কাঁপে দীপ, তপ্ত শ্বাস পরশে!
(REGISTERED UNDER COPYRIGHT ACT)