আমার মা ~ অষ্ট দেয়াশী | Amaar Maa ~ Asto Deyashi

আমার মা 

~ অষ্ট দেয়াশী

এমন কলম আছে বলো মা কে নিয়ে কিছু লেখার। 
কোন মানবের বুকে হয়নি সাহস মাকে কিছু বলা। 
তুমি দেবী তুমি অসাধারণ তুমি আমার মা। 
তোমার সাথে হয়না এ জগতে কারো তুলনা। 
তোমার আঁচল তলে মতো শান্তি কোথাও নাই। 
ঐ রাঙা পায়ের চরণ দুটি আমার মাথায় রাখতে চাই। 
যার হাসিতে সব দুঃখ ভুলে আমি যাই। 
সেইতো আমার মা। 
ঈশ্বরের অমূল্য সৃষ্টি হলো মা যাকে ছাড়া আমি বা্ঁচিনা। 
যে সমস্ত ভালোবাসা উজাড় করে দেয়। 
আমার দুঃখে যে সব থেকে বেশি দুঃখ পায়। 
সে হলো আমার দেবী মা। 
দশমাস দশদিন সন্তান কে গর্ভে রাখে মা। 
যে কোন কিছুর মূল্য নেয় না যে শুধু দিতে জানে। 
মায়ের মতো ভালোবাসা কারো হয়না এ পৃথিবীর বুকে। 
শতকোটি প্রনাম মা গো তোমার ঐ চরণে। 
অধম সন্তান কে ক্ষমা করো মা গো 
ভুলে তুমি কখনো আমাকে যেও না গো

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন