শান্তনু
~✍️ ডঃ অরুণ চক্রবর্তী
শান্তনু, হও তুমি শতায়ু।
কামনা করি, রক্ষায় থাকিবেন ঈশ্বর!
পরীক্ষা, নিরীক্ষা, আছে জানি, তবু সবাই হই নত মস্তক, পরম নির্ভর, সৃষ্টি কর্তা, সর্ব কারণ ও সংকট হরণ! প্রার্থনা তাঁর চরণে হৃদয় হতে,
রোগ মুক্তির একান্ত, সুগভীর, ধ্যান,
অন্তর আনন্দ প্রবাহ, কর প্রণিপাত!
পুনঃ ফিরে পাও সাস্থ্য সম্পদ, নব জীবনের অধীকার! বন্ধু, আমার!
মহারাজা, শান্তনু, তোমায় ঘিরে ছিলো; পিতামহ ভীষ্মের পবিত্র প্রতীজ্ঞা, তোমা হতে শুরু, ভগবান;
শ্রীকৃষ্ণের মহাভারতের যাত্রা!
শান্তনুর জীবনে রবে না দুঃখ, পাবে সমৃদ্ধির শান্তি, রবে জুড়ে চরাচর! দাঁড়াও উঠে আত্ম বলে বলিয়ান, ফেরাও শুধু খুশী, হাসি, পরিবার, পরিজন আর শত মিত্র! পায়না যেন কেউ দুঃখ ও সন্তাপ, পাও ফিরে বল, কিছু কিছু আমাদের আয়ু, হোক তব নতুন জীবনে উত্তরণ!
সবে নম্র, নিঃশব্দে, নিমিলিত চক্ষে,
চাহি আশির্বাদ তোমার পক্ষে! আরো আরো, বড় প্রাণময় পরমায়ু, রইলাম তব পত্রের অপেক্ষায়!
চাহি বিশ্বাসের আশ্বাসে, আমরা সবাই, তোমার দেহের রোগমুক্তি, থাকে যেন সম্বন্ধ, বিনা বিচ্ছেদে, প্রতি ক্ষণে, বাঁচার অঙ্গনে।।
(REGISTERED UNDER COPYRIGHT ACT)