মনে পড়ে ~ অনাদি মুখার্জি | Mone Pore ~ Anadi Mukharjee

মনে পড়ে 

অনাদি মুখার্জি 


কোন এক  স্বপ্ন দেখছি এই রাতে ,
অজানা অপেক্ষায় বসে আছি তোমার বিহীনে !
এসো গো তুমি আমার হৃদয়ের ঠিকানায়,
জীবন টা আমার রঙিন করে দাও তোমার ছোঁয়ায় !
মনে পড়ে তোমার সেই দিনের কথা ,
আমি যে তোমার ভালোবাসা হারাতে চাই না ,
সেই মায়াবী রাতে আমি তুমি ছিলাম একা ,
বলেছিলে প্রিয়া সেই দিন তোমার গোপন কথা ,
সাক্ষী ছিল শুধু আকাশের ওই জোৎস্না চাঁদ ,
তোমাকে পেয়ে আমার মন খুঁশিতে ভরেছিল প্রাণ !
আমার হাতে হাত রেখে বলেছিলে তুমি ,
সব কিছু ছেড়ে দিয়ে আমার হবে রাতের পাখি !
একি ভাবে ভালোবেসে একই মনে আছি,
আজ তুমি নেই তবু অনুভবে আমরা আছি পাশাপাশি ,
যদি কোনোদিন খুঁজে পাও আমার সেই ঠিকানা,
আর আমাকে কোনোদিন হারাতে দিও না !
আজ খুব মনে পড়ে তোমার সেই হাসি ,
জোৎস্না চাঁদের আলো তে যেন তোমায় খুঁজি ,
যদি কখনো আমাকে না চাও রাখতে তোমার হৃদয়ে ,
সে স্নিগ্ধ হাসি টা রেখে যেও একবার মুখ পানে চেয়ে !

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন