তুমি বিদ্রোহী ~ অনাদি মুখার্জি | Tumi Bidrohi (bangla kobita) ~ Anadi Mukherjee

তুমি বিদ্রোহী 

~ অনাদি মুখার্জি 


বিশ্বের আসনে তুমি বসিয়াছো তুমি বিদ্রোহী কবি,
দিলাম আজ  হৃদয় থেকে হাজার প্রণাম খানি !
আজ এই শুভ জন্মদিনের তোমারে করি  স্মরণ ,
ধূপ ও মালা সাজিয়ে তোমাকে করিলাম বরণ !
শৈশব কালে তুমি কাটিয়া ছিলে দারিদ্র্য তার ভরে ,
তাই তো তোমাকে সবাই দুঃখু মিঞা বলে চেনে !
ছোটবেলা থেকে তুমি সঙ্গীত সাধনা করে ছিলে শুরু,
সেই গান শুনে  চরম উল্লাসিত হয়ে ছিলেন কবিগুরু !
তোমার লেখনী তে ফুটিয়েছিলে নব জীবনের গান,
ভেঙে ফেল কর রে লোপাট তোমার সেই গান ,
তরুণ সমাজের মধ্যেই এনেছিলে স্বাধীনতা স্বাদ !
কারাবরণ বরণ হয়েছিল তোমার লেখনী ধারে,
লাল মুখোশধারীয়া তাই তখন ভয়ে ভয়ে মরে !
শেষ একটা মাস হলো না তোমার কথা কওয়া ,
তব ইচ্ছা ছিল মসজিদের পাশে সমাধিস্থ হওয়া!

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন