কলিযুগ
রীতা বসু
যে যুগে বাস করছি মোরা, নামকলিযুগ,
অনেক ঘটনা, অনেক কীর্তি তে ভরে আছে এই যুগ।
মানুষ মানুষকে খায় এখানে,
শুনেছো কোন দিন,
চারপাশে তোলপাড়, কারা কাদের মেরে শেষ করবে দিনদিন।
এখানে রাস্তা দিয়ে রক্ত বয়ে যায়,
কেউ ফিরেও দেখে না,
সহজে সবাই সবার বুকে ছুরি বসায়,কারও হাত কাঁপেনা।
আরও মারাত্মক, শরীরে আঘাত নাকরে যদি, আঘাত করে মনে,
সেই কষ্ট সহ্য করতে না পেরে মানুষ আত্ম হত্যা করে।
কেউ কাউকে ভালোবাসেনা,নেই মায়া,মমতা বা দয়া,
শুধু হিংসা আর লোভে ঢেকে আছে সব চাওয়া আর পাওয়া।
অভিনয় টা ভালো ই করে ভদ্র পোশাক পরে,
কাজ ফুরিয়ে গেলেই তখন চড় থাপ্পড় মারে।
ডিগ্রি র আজনেই কোন দাম,তুমি ভালো তোমার কোন গুণে?
মানুষ কে শেষ করে তার সবকিছু লুটে নিয়ে?
কলিযুগে এইভাবে লোকে শান্তি পায় যত,
মরণ-মুহূর্তে বুঝতে পারবে কত ধানে চাল কত।
যারা মানাতে পারে না এ জীবনের সাথে, তাদেরই কষ্ট বেশি,
ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে তারা সব চোখের জলে ভাসি।
নিদ্রা হীন রাত আর খাদ্য হীন দিবস, নেই মনে কোন সুখ,
কিনতু আরও হাজার বছর পরে শেষ হবে এই আজকের কলিযুগ।
খারাপ যারা আরও খারাপ হও, জাগিয়োনা তোমার বিবেক,
হৈচৈ করে জীবন কাটিয়ে দিয়ে দেখো দুয়ে দুয়ে এক।
