Arpita (bangla kobita) ~ by Alapan Samanta

অর্পিতা

    ~ আলাপন সামন্ত

অর্পিতা তুমি, তুমি যে
নিজেকে করেছো অর্পণ,তুমি সে
নিঃস্বার্থ ভাবে বেসেছে ভালো যে।
বলো এমন ভাবে ভালোবাসতে পারে কে?
অর্পিতা তোমার ঘন কৃষ্ণ চুলের বাঁধনী,
তুমি যে চপল নয়না হরিণী।
 নাম তোমার ধন্য অর্পিতা,
তুমি যে স্বয়ং সম্পূর্ণা।
অর্পিতা তোমার ঐ চাহুনি,
যার জন্য প্রেমে পড়েছিলাম আমি।
আজ ,প্রেম কি বিরহ  না জানি,
লিখছি আমি এ চিঠিখানি।
অর্পিতা , গেলাম আমি চলে,
এ চিঠিতে বিদায় বলে।।


🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন