দুই হাত
- শংকর হালদার
মনের ওপর দিয়ে
তোমার আসা আর যাওয়ার মাঝে
বুক পকেটে জমতে থাকা মেঘ
কখন যে বৃষ্টি হয়ে নামে
আমার অন্দরমহলে ।
তখন দিগন্তে সাদা হাসি
মধ্যগগনে ঝলমলে রোদ্দুর
আর শিহরণ বাতাস,
স্বাগত জানায় দু'বাহু তুলে।
পড়ন্ত ছায়া আর
গোধূলির শেষ বিকেল
রাঙিয়ে দেয় ওর সিঁথি ,
জোছনার উত্তরীয় বধূ সাজায়
নবকলবরে।
পড়ে আছে সম্পর্কের টানাপোড়েন
তখনও উভয়ের হাতে ।