সন্ধ্যেবেলা ঢাকের আওয়াজটা বড়ো মধুর ছিল।
রাত বাড়ছে। বাজনার বোলও বদলে যাচ্ছে।
রাত্রির প্রথম প্রহরের বাজনাটাও বদলে গিয়ে
রাত্রি দ্বিপ্রহর ঘোষণা করলো ;
তোমার দু'চোখে ঠিকরে পড়লো আরো আরো জিঘাংসা
আর প্রতিশোধের লেলিহান আগুন .... !
সে আগুন বাড়তে বাড়তে তৃতীয় যামে এসে
দ্রুত ছড়িয়ে পড়ছে সবার শরীরে ...
তুরীয়ানন্দে মাথা ঝাঁকাচ্ছে একদল অবোধ ;
ওরা জানে না একটু বাদেই আসবে রাত্রির শেষ যাম
আর বেজে উঠবে বিসর্জনের বাজনা ....
প্রেতায়িত এক ছায়ানারী হুহুঙ্কারে বলে উঠবে ---
'আয় ! আয় ! নিয়ে যা কত নিবি !'
'খা ! খা ! খেয়ে যা কতো খাবি !'
অবোধগুলো জুলজুল চোখে তাকিয়ে থাকবে
ভয়ে .... ভক্তিতে .... বিশ্বাসে .... অবিশ্বাসে .... !
ওরা জানতেও পারবেনা কখন ঘোষিত হয়েছে শেষ রায় !!
=============================
🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂
🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹
💐🙏ধন্যবাদ 🙏🌼।
Tags:
Kobita/কবিতা
